বিনোদন প্রতিবেদক

  ১৭ এপ্রিল, ২০২০

‘আসুন মানবতার হাত বাড়িয়ে দেই’

করোনাভাইরাসের করাল গ্রাসে বিশ্ব এখন দিশাহারা। সবচেয়ে বিপদে পড়েছেন গরিব মানুষ। কর্মহীন হয়ে পড়ায় ঘরে নেই খাবার। পেটের ক্ষুধায় চিৎকার দিচ্ছে। আর এই চিৎকারেই ভয়ে ঘুম ভেঙে গেছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার।

এই অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, ‘এতটা কখনো ভয় পাইনি মনে হয়। আমরা ১২ তলায় থাকি। সকালে ঘুম ভেঙেছে একজন মানুষের চিৎকারে। লোকটি চিৎকার করে খাবার চাইছিল। আমি ১২ তলার ওপর থেকে স্পষ্ট শুনতে পেলাম। রুম থেকে বের হতেই আম্মু বলল খাবার পাঠিয়ে দিয়েছে সে। এইমাত্র আবার দুজন রাস্তায় চিৎকার করে ডাকছে, খাবার চাচ্ছে। আমার নিজেকে নিরুপায় মনে হচ্ছে বার বার। জানি না কবে আমরা সুস্থভাবে আগের জীবনে যেতে পারব! তবে খুবই ভয়ংকর সময় পার করছি ।

ক্ষুধার জ্বালা ভয়ংকর। হয়তো সামনে আমাদের খুবই দুর্দিন আসতে চলেছে। করোনায় দুর্ভিক্ষও দেখা দিতে পারে। আসুন নিজেদের সামর্থ্য অনুযায়ী মানবতার হাত বাড়িয়ে দেই। একে অপরের পাশে দাঁড়াই। প্রয়োজনে ঘরে থাকি। হাঁচি-কাশি শিষ্টাচার মেনে চলি। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলি। নিজে নিরাপদ থাকি অন্যকে নিরাপদ রাখি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close