বিনোদন ডেস্ক

  ১৬ এপ্রিল, ২০২০

এবার চিকিৎসকদের পাশে শাহরুখ

করোনা মোকাবিলায় ত্রাণকর্তা হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ খান। সরকারকে বিপুল পরিমাণ সহযোগিতা করেছেন শাহরুখ। সেসব তথ্য পাঠক আগেই জেনেছেন। আবারও সহযোগিতার হাত বাড়ালেন এই সুপারস্টার।

কিছুদিন আগে মাইক্রোব্লগিং সাইটে বলা হয়েছিল, শাহরুখের এনজিও মীর ফাউন্ডেশন স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ হাজার পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহের বিষয়ে মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করবে। এরই মধ্যে ভারতের মহারাষ্ট্র রাজ্যে করোনা মোকাবিলায় সামনের সারিতে থাকা মেডিকেল স্টাফদের জন্য ২৫ হাজার পিপিই দিলেন শাহরুখ।

রাজ্যের জনস্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী রাজেশ তোপে শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়ে টুইটারে বলেন, জনপ্রিয় এই অভিনেতার দেওয়া এসব পিপিই স্বাস্থ্যকর্মীদের ব্যাপকভাবে সাহায্য করবে।

জবাবে শাহরুখ খান মাইক্রোব্লগিং সাইটে জানান, মহামারি কোভিড-১৯ মোকাবিলায় প্রত্যেকেই ঐক্যবদ্ধ আছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close