বিনোদন প্রতিবেদক

  ১৪ এপ্রিল, ২০২০

‘এই দুঃসময়ে মানুষের পাশে থাকুন’

মরণঘাতী করোনাভাইরাসের কারণে দেশের সব সেক্টরই স্থবির। সব ধরনের কাজ বন্ধ থাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা বিপাকে তো পড়েছেনই, সেইসঙ্গে চরম দুর্দশার মধ্যে পড়েছেন স্বল্প আয়ের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষরা। বিশেষ করে, যাদের জীবন কাটে দিন এনে দিন খেয়ে। এসব মানুষের সাহায্যে ইতোমধ্যে সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান। ব্যক্তিগতভাবেও অনেকে সাহায্য সহযোগিতার হাত বাড়াচ্ছেন। পিছিয়ে নেই বিনোদন জগতের তারকারাও। তারা নিজেরা যেমন সাহায্য করছেন, তেমনি অন্যদের এগিয়ে আসার আহ্বানও জানাচ্ছেন। এবার সেই একই আহ্বান জানালেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই গায়িকা বলেন, ‘করোনাভাইরাসের এই বিপর্যয়ে কী করতে হবে, তা সবাই কমবেশি জানেন। আমি শুধু বলতে চাই, এই দুঃসময়ে মানুষের পাশে থাকুন এবং নিজেকে নিরাপদে রাখুন। তাহলেই এই দুর্যোগ কেটে যাবে।’ করোনার কারণে যেহেতু সবকিছু স্থবির, তাই আপাতত নতুন কোনো কাজের পরিকল্পনা নেই আঁখি আলমগীরেরও। তবে গায়িকা জানান, গানের মাধ্যমে যদি সর্বসাধারণকে কোনো বার্তা দিতে হয়, সেই কাজটি তিনি করতে পারেন। কিন্তু এ কাজটি এককভাবে সম্ভব নয় বলে জানান আঁখি। বলেন, ‘এটা করতে হবে সম্মিলিতভাবে।’ এক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ টেনে আঁখি বলেন, ‘রবীন্দ্রনাথ তার সৃষ্টির মধ্য দিয়ে মানুষকে শুধু আনন্দ দেন না, জীবন নিয়ে ভাবান, দুঃসময়ে সাহসী করে তোলেন এবং বিপদে ধৈর্য ধরতে শেখান। রবীন্দ্র সংগীত মানুষের আবেগ, অনুভূতি থেকে শুরু করে বিভিন্ন ধাপ অতিক্রমের প্রেরণা জোগায়।’ প্রসঙ্গত, কয়েকদিন আগে ‘গান বাংলা পরিবার’ নামের একটি ফেসবুক গ্রুপের লাইভে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটি গেয়ে শোনান আঁখি আলমগীর। সে সময় এই গায়িকার সঙ্গে গ্রুপের অন্য শিল্পীরাও গলা মেলান। সেটি খুব অল্প সময়েই ভাইরাল হয়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close