বিনোদন প্রতিবেদক

  ১৮ সেপ্টেম্বর, ২০১৯

‘মায়াবতী’র মায়ায় তারকারা

গত ১৩ সেপ্টেম্বর মুুক্তি পেয়েছে অরুণ চৌধুরী পরিচালিত নতুন ছবি ‘মায়াবতী’। আর এ ছবি দেখতে গত সোমবার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে হাজির হয়েছিলেন তারকা অভিনয়শিল্পী-নির্মাতারা। প্রধান হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক জাকির হোসেন। তিনি বলেন, ‘আমাদের নির্মাতারা আরো অভিনব পরিকল্পনা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেনÑ এটিই প্রত্যাশা।’ উপস্থিত ছিলেন এই মাল্টিপ্লেক্স থিয়েটারের হেড অব অপারেশন এ এইচ আহম্মেদ, বি সরকারসহ আরো অনেকে। তিশা, ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু অভিনীত এ ছবি দেখে মুগ্ধ হয়ে আনিসুল হক বলেন, ‘আমার মনে হয় মায়াবতী দর্শকরা পছন্দ করবে। কারণ এ ধরনের গল্প পছন্দ করার মতোই।’ অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি বলেন, ‘মায়াবতীর সবচেয়ে বড় সম্পদ গল্প। এ রকম গল্প নিয়ে কাজ করার জন্য পুরো টিমকে অভিনন্দন জানাই।’

‘ঢাকা অ্যাটাক’খ্যাত পরিচালক দীপংকর দীপন বলেন, বেশ ভালো লেগেছে। মায়াবতীর মায়ায় জড়িয়ে ছিলাম ২ ঘণ্টার বেশি সময়। দর্শক যেন হলে এসে যাচাই করে ছবিটি দেখে মন্তব্য করে। নির্মাতা তৌকীর আহমেদ তার শেষ দুটি ছবিতে নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে কাজ করেছেন। তিশার নতুন ছবি নিয়ে তৌকীর আহমেদ বলেন, সময়োপযোগী একটি গল্প নিয়ে অরুণ দা এবং তিশাসহ ছবির পুরো টিম কাজ করেছে, সেজন্য তাদের অভিনন্দন। মায়াবতীর সফলতা কামনা করছি। বাংলা চলচ্চিত্রের নিয়মিত সাফল্য কামনা করছি। ছোট ও বড় পর্দার সফল নির্মাতা সালাহউদ্দিন লাভলু বলেন, তিশা এবং ছবির অন্য অভিনয়শিল্পীরা, এ ছবির গল্প, নির্মাণ সব কিছু দর্শকরা উপভোগ করবে। চিত্রনায়ক ফেরদৌস বলেন, তিশা তো গুণী অভিনেত্রী। তাছাড়া ছবিতে এত মেধাবী অভিনয়শিল্পীর সম্মিলন ভালো লেগেছে। অরুণ চৌধুরী ও পুরো টিমকে ধন্যবাদ এ রকম ছবি উপহার দেওয়ার জন্য। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন বলেন, অরুণ দার আমন্ত্রণে সপরিবারে মায়াবতী দেখতে এসেছি। ছবিটি পরিবার নিয়ে দেখার মতোই ছবি। সংগীতশিল্পী এলিটা করিম বলেন, দর্শকদের হলে আসতে হবে। হলে এসে ছবি দেখে মন্তব্য করতে হবে। মায়াবতীর পুরো টিমকে শুভেচ্ছা। সপরিবারে ছবি দেখতে এসেছিলেন ছবির অভিনেতা ফজলুর রহমান বাবু, আব্দুল্লাহ রানাসহ নাট্যকার শফিকুর রহমান শান্তনু, আলীফ চৌধুরী। আরো ছিলেন প্রযোজক আনোয়ার আজাদ, পরিচালক চয়নিকা চৌধুরী, সংগীতশিল্পী অনন্যা আচার্য্য, টিনা মুশতারী প্রমুখ। সফল এ আয়োজন শেষে পরিচালক অরুণ চৌধুরী জানান, শিগগিরই তৃতীয় চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। মায়াবতী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া ও মার্কেটিং কনসালট্যান্ট থ্রি আর মিডিয়া।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close