ফখরুল হাসান

  ১৮ জুলাই, ২০২১

ইতির কদম ফোটা হাসি

ঠকবাজ কংক্রিটের নগরীতে তীরবিদ্ধ বুক নিয়ে

আশ্রয় খুঁজি মারবেল পাথরে মোড়ানো মেঘজাল চোখে।

অবরুদ্ধ শহরে তার এলোকেশের নির্মল বাতাস শান্তির পরশ

বন্দি ঘরে পাঠ করি মেঘকন্যার মুক্তোঝরা হাসিমুখ।

মুখোশ পরা শহরে উঁকি দেয় কদমগুচ্ছ জীবনসূত্র।

নকশিকাঁথা ভাঁজে হঠাৎ দেখা মিলে গুহাবাসী চাঁদ

ঘুমের শহর খুন হয়ে যায় সুহাসিনীর সুশ্রী হাসিতে!

শুষ্ক বেলেমাটিতে নামে অনির্দিষ্টকালের সুখের ঝুমবৃষ্টি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close