মাহফুজ রিপন

  ১৮ জুলাই, ২০২১

সাকুরার পথে

কলিকালের ভ্রান্তিতে বাজে না পুজোর বীণা।

তীব্র শূন্যতায় এ যুগের রতœাকর।

ক্রমেই বাড়ছে পাপ আর অসুরের বাড়াবাড়ি।

ওজন স্তর ভারী হয় ভাঙতে থাকে মায়ার খেলা।

রত্নাকর রবী শশীর প্রার্থনা করে।

মা নেমে আয়, জ্ঞান দে

বাতাসে মেলাই শরীর, শূন্যেতে হারাই।

আমিই সেই দস্যু তোর আদি সন্তান।

প্লাবনের আগে নেমে আয় ধরায়

বয়ে যাক ফল্গুধারা

মিলিয়ে যাক ভোগ আর ধ্বংসের কূটকৌশল

মা তোমায় ডাকলে শব্দরা জড়ো হয় মনমন্দিরে

স্বরবৃত্তে লীন হতে এখন আর সাকুরার পথে পা চলে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close