বীরেন মুখার্জী

  ১৮ জুলাই, ২০২১

তৃতীয় পৃষ্ঠা

হেসেই বলেন তিনি : কি আর এমন বাধা

স্বপ্নটাকে ভেঙে ফেলে পালিয়ে যাবেন

এটাই সহজ, এখানেই নিষ্কৃতি;

রাত পোহালেই অন্য শোভা, পুরু দেয়াল

গৃহস্থালি; হয়তো পাবেন নম্র কোলাহল

লজ্জানত; আঁকড়ে ধরা ভোর

রত্ন-আভাটুকু;

পাবেন আরো সাদা জেদ আর বরফকুচি

দিগ্-দিগন্তে আলোর পাখি রঙের শরীর

নস্টালজিক বন;

হেসেই বলেন তিনি : ভোরের গাছেই

ফুটবে সেদিন ভস্মীভূত মন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close