সোহরাব পাশা

  ১৮ জুলাই, ২০২১

নির্জন ছায়ার গল্প

মাধুরী তো কোথাও নেই শুধু নির্জন ছায়ার গল্প

শালিকের ভিড় নেই কোথাও

হেসে ওঠে মেঘের বালিকা

স্বপ্নেরা ইশারা করে দ্রুত ছুটে যায়

যেভাবে হঠাৎ জোছনা ভেঙে যায়

ঘুমন্ত রাত্রির নিচে বেড়ে ওঠে ভোরের শেকড়

ভুলে যায় প্রস্তুতির নিপুণ গ্রন্থনা ;

চতুর্দিকে ওড়ে বিষাদ ক্লান্তির ধুলো

স্বপ্ন খোঁজে হাওয়ার ডানায় রঙিন ঘ্রাণের শব্দ

খোঁজে অথৈ মেঘের ওপাশে বর্ণিল আনন্দধারা

পুরনো মরচে পড়া সময়কে ঘষে রং করে স্বপ্নদিন

বিবিধ রেখায় ভরে ওঠে গন্তব্যের ক্যানভাস

দূরে কোথাও পাতার আড়ালে ডেকে ওঠে মুগ্ধ পাখি

মুগ্ধতা ফুরোলে মাঝরাত পড়ে ছেঁড়া চিত্রকল্প

নিভে যায় অচেনা পথের শেষ আলো

বেভুল পা খোঁজে তার পৃথিবীর শান্তিনিকেতন

পথে পথে তৈরি ঘর যেখানে নিবাস মানুষের

পোশাক বদল করা ওই ঘরে প্রবীণ ছায়ায়

কেঁপে কেঁপে ওঠে পুরনো দিনের দীর্ঘ-দীর্ঘশ্বাস

কেঁপে ওঠে শস্যহীন মাঠের শূন্যতা

ফুল পাতার সকাল ঝরে যায় আরেক সকালে

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close