নূর কামরুন নাহার

  ১৮ জুলাই, ২০২১

নির্ভাবনার ভাবনাগুলো

তখন বৃষ্টি হচ্ছিল

নির্ভাবনার ভাবনাগুলো বরষার ময়ূর।

তখন কী এক মগ্নতা মেহগনি সন্ধ্যায়।

সবুজের মধ্যে ঢিপঢিপ বৃষ্টির ফোঁটার শব্দ

প্রতি ফোঁটা হৃদয় এমন বিদ্ধ করে নিচ্ছে

যেন অবিকল হৃৎপিণ্ডের ঢিবঢিব।

অথচ আমি তখন শব্দহীন স্তব্দতায় নিমগ্ন

ভেজা সবুজের গন্ধ, মোহময়তা।

এমন এক গাঢ় সন্ধ্যা

সবুজের সাথে নির্জনতার নিবিষ্টতা

নৈঃশব্দ্যের ভেতর জলের গা ছুঁয়ে বাতিগুলো

জ্বলতে থাকে তোমার বিষণ্ন চোখের মতো।

পাথর চিরে চিরে ঝর্ণার গভীর নিনাদ।

ফেনায়িত শুভ্রতা জলের কণার ভাঁজে

তখন আবার ঘন বৃষ্টি।

আর সন্ধ্যা ভিজে যায় পানকৌড়ির মতো।

আমি তখন বিবস দূর কোনো কদমের ঘ্রাণে।

তোমার বিষণ্ন চোখের মতো জ্বলে বাতিগুলো

বুকের ভেতর গভীর বৃষ্টি।

আমি আচ্ছন্ন থাকি জলের মতো

তোমার নির্ভাবনায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close