ড. মো. গোলাম ছারোয়ার

  ০৩ অক্টোবর, ২০২৩

মুক্তমত

মশার ওষুধ কেন অকার্যকর হয়

ডেঙ্গু ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ও মৃত্যুর হার আমাদের চরম আতঙ্কের মধ্যে রেখেছে। মৃতদের পরিবারে নেমে এসেছে অমানিশার অন্ধকার। দিশাহারা হয়ে পড়েছে আত্মীয়স্বজন। এই ভয়ের ঢেউ আন্দোলিত করছে পুরো দেশকে। এ সংকট মুহূর্তে ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণে একমাত্র ভরসা কীটনাশক। অথচ সেই কীটনাশকের কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠেছে সর্বমহলে। প্রশ্ন উঠেছে, ডেঙ্গু রোগীর সংখ্যা ও মৃত্যুর হার প্রতিদিন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, তাহলে কীটনাশক কি অকার্যকর? অনেক গণমাধ্যমকর্মী সবিস্ময়ে প্রশ্ন করেছেন, আসলেই কীটনাশকে কোনো পূর্ণাঙ্গ মশা বা লার্ভা মারা যাচ্ছে কি না? অনেক সভা-সেমিনারে বিশেষজ্ঞরা এর কার্যকারিতার কথাও বলে আসছেন। আমি এখানে এ-সংক্রান্ত অতিসাধারণ কিছু কথা তুলে ধরছি।

মশার লার্ভা ও পূর্ণাঙ্গ মশা দমনে ব্যবহৃত টেমিফস (লার্ভিসাইড) ও ম্যালাথিয়ন (এডাল্টিসাইড) দুটিই অর্গানোফসফরাস ইনসেক্টিসাইড। এরা কন্টাক্ট ইনসেক্টিসাইড। এ দুটি ইনসেক্টিসাইডই নিউরোটক্সিক। অর্থাৎ এগুলোকে অবশ্যই মশা বা লার্ভার শরীরের সংস্পর্শে আসতে হবে। তাই আমাদের প্রথমে নিশ্চিত হতে হবে মশার শরীরের যে যে স্থান দিয়ে এই কীটনাশকগুলো প্রবেশ করে, সেসব স্থানের কোনো পরিবর্তন হয়েছে কি না। অর্থাৎ মশার কিউটিকল, স্পাইরাকল, মুখপাঙ্গ বা পুঞ্জাক্ষি ইত্যাদির স্বাভাবিক গঠন ও কার্যকারিতা ঠিক আছে কি না। মশা বা লার্ভা যখন কীটনাশকপ্রতিরোধী হয়ে উঠবে, তখন মশার এসব মরফোলোজিক্যাল পরিবর্তন হবে, যা কীটনাশকের যথাযথ প্রবেশ প্রতিরোধ করবে। এই প্রতিরোধী হওয়ার পেছনে কীটনাশকের উৎস অর্থাৎ কোন ধরনের উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে তা ক্রয় করা হয়েছে, তার অ্যাকটিভ উপাদান ও ব্যবহৃত ফরমুলেন্ট কেমন এবং প্রয়োগের সময়, পরিমাণ, ড্রপলেট সাইজ ও প্রয়োগের দূরত্বের সঙ্গে স্প্রে কভারেজ কেমন হচ্ছে, অর্থাৎ যে প্রয়োগ করছে তার চলার গতিবেগ এবং স্প্রে প্রবাহিত নজলের কোনো ফ্রিকয়েন্ট মুভমেন্ট আছে কি না- এসব বিষয় কাজ করে। অর্থাৎ নজল সামান্য ঘোরাফেরা করলে এর ডায়ামিটার চেঞ্জ হয়ে যাবে, যা ইভাপোরেট সাইজের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি ডায়ামিটার ১৫০ মাইক্রন থেকে ১৯০ মাইক্রন হয়, তাহলে ড্রপলেট সাইজের আয়তন দ্বিগুণ হবে। একইভাবে যদি ৩০০ মাইক্রন হয়, তাহলে ড্রপলেট সাইজের আয়তন হবে আট গুণ। একইভাবে কমে গেলে আয়তনও একই হারে কমে যাবে, যা বাতাসের বাধা অতিক্রম করে স্বাভাবিকভাবে মশা বা লার্ভার শরীরে পৌঁছাতে পারবে না। ফলে কীটনাশক লিথাল ডোজে প্রয়োগ করলেও তা সাব লিথাল ডোজে পরিণত হবে এবং মশা ও লার্ভা ওষুধপ্রতিরোধী হয়ে উঠবে।

এবার আসি মশা কীভাবে বায়ো-রাসায়নিকভাবে প্রতিরোধী হয়ে উঠছে। আগেই বলেছি, টেমিফোস ও ম্যালাথিয়ন নিউরোটক্সিক, অর্থাৎ এরা মশার স্নায়ুতন্ত্রের সাইনাপসে কলিনারজিক প্রভাব তৈরি করে অ্যাসিটাইলকোলাইন নামক নিউরোট্রান্সমিটারের অস্বাভাবিক বৃদ্ধি ঘটিয়ে ডিপোলারাইজেশনে বাধাদান করে। আর এটি হয় কীটনাশকের অ্যাসিটাইলকোলাইনাস্টেরেইজ এনজাইমের ইনহিবিটর হিসাবে কাজ করার ফলে। এই এনজাইমের প্রভাবে অ্যাসিটাইলকোলাইন ভেঙে যায় এবং পোস্ট সিনাপটিক লার্ভার ডিপোলারাইজেশন ঘটে। কিন্তু কীটনাশকের প্রভাবে অ্যাসিটাইলকোলাইন সাইন্যাপটিক ক্লেফ্টে জমা হতে থাকে, যার ফলে নিউরোটক্সিসিটি তৈরি হয় এবং মশা ও লার্ভা মারা যায়। যদি কীটনাশকের এই কলিনার্জিক প্রভাব না থাকে, তাহলে মশা বা লার্ভা কোনোটিই মারা যাবে না। এখন প্রশ্ন হলো, এই কলিনার্জিক প্রভাব কীভাবে নষ্ট হয় এবং কীটনাশকের টক্সিসিটি নষ্ট হয়ে কীভাবে ডি-টক্সিফাইং হয় এবং মশা ও লার্ভার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? এ বিষয়টিতেই আমি আলোকপাত করতে চাই।

মশার ওপর অরগানোফসফরাস ইনসেকটিসাইডের মেটাবলিক ডি-টক্সিফাইং ঘটে জেনেটিক পরিবর্তনের ফলে, যা ডি-টক্সিফাইং এনজাইম যেমন- এসটারেজ, গ্লুটাথিয়ন এস ট্রান্সফারেজ এবং সাইটোক্রম পি ৪৫০ ইত্যাদি এনজাইমের ডি-টক্সিফাইং ক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে মশা বা লার্ভা তাদের নিউরোটক্সিসিটি প্রতিরোধী হয়ে ওঠে। এখন প্রশ্ন হলো, এই জিনগত পরিবর্তন কতটা পরিবেশগত উপাদান দিয়ে হচ্ছে আর কতটা প্রায়োগিক ত্রুটি বা সাব লিথাল ডোজে ব্যবহৃত একই মুড অব অ্যাকশনের কীটনাশক ব্যবহারের ফলে তৈরি হচ্ছে? এটি গবেষণার দাবি রাখে। গবেষণালব্ধ ফলাফলই বলে দিতে পারে পরবর্তী কীটনাশকের গ্রুপ, ডোজ ও প্রয়োগ পদ্ধতি। এজন্যই অভিজ্ঞ মেডিকেল এন্টোমোলজিস্ট প্রয়োজন।

এখন মশার আচরণগত পরিবর্তনের প্রসঙ্গ। কীটনাশকের বিজ্ঞানভিত্তিক প্রয়োগ নিশ্চিত না হওয়ার কারণে মশা দ্রুত তার আচরণগত পরিবর্তন করতে পারে। যেমন এক্সোফিলিক মানে মশা রক্ত পান করার পর বাইরে রেস্ট না নিয়ে ভেতরে রেস্ট নেওয়ায় আচরণগত পরিবর্তন হচ্ছে। তাই মশার প্রতিরোধী হয়ে ওঠার সব বিষয়কে বিবেচনায় নিয়েই কীটনাশক নির্বাচন ও প্রয়োগ পদ্ধতি প্রণয়ন করা অতীব জরুরি হয়ে পড়েছে। তা না হলে হিতে বিপরীত ফল হতে পারে। অথবা এন্ডোফিলিক অর্থাৎ ভেতরে রেস্ট না নিয়ে বাইরে রেস্ট নেওয়ার অভ্যাস করে ফেলে একইভাবে মেটিং পিরিয়ড পরিবর্তন করে। কারণ মেটিংয়ের পরপরই তাদের রক্ত পান করার প্রয়োজন হয়। একইভাবে ডিম পাড়ার সময়ও স্থান পরিবর্তন করে কীটনাশকের বিষক্রিয়া থেকে নিজেদের রক্ষা করে। খাদ্য গ্রহণের সময়ও স্থান পরিবর্তন করে বিষাক্ততা থেকে নিজেদের রক্ষা করে। এভাবে মশা কীটনাশক প্রয়োগের সময় ও স্থান থেকে নিজেদের রক্ষা করে।

লেখক : অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কীটতত্ত্ব বিভাগ, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close