সানজিদা জান্নাত পিংকি, গবি
গবিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে স্মরণিকার মোড়ক উন্মোচন

‘ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়- তোমারি হউক জয়’ প্রতিপাদ্য ধারণ করে গণবিশ্ববিদ্যালয়ের (গবি) স্বপ্নদ্রষ্টা ও অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪১৭ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনায় আমন্ত্রিত অতিথিরা বাংলা বিভাগের অধ্যাপক মনসুর মুসা সম্পাদিত ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্মদিনে স্মরণিকা-২০২৪’র মোড়ক উন্মোচন করেন।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন একজন দেশপ্রেমিক এবং বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি সারাজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। তার আদর্শগুলো আমাদের অনুধাবন করা প্রয়োজন। তার মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী বলেন, ‘জাফর ভাইয়ের সঙ্গে কাটানো সময়গুলো থেকে অনেক কিছু শিখেছি। তিনি ছিলেন অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। গরীব ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য তার যে অঙ্গীকার ছিল, তা ছিল অভূতপূর্ব।’
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর দেখানো পথেই আমরা তার উদ্দেশ্যগুলো পূরণে কাজ করছি। তার স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারিতে চতুর্থ সমাবর্তনের আয়োজনের প্রস্তুতি চলছে। এ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন।’ আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আবু মুহাম্মদ মুকাম্মেল, পরীক্ষা নিয়ন্ত্রক আবু হারেস, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং ডা. জাফরুল্লাহ চৌধুরীর সন্তান বারীশ চৌধুরী ও বৃষ্টি চৌধুরী।
"