মো. মেহেরাব হোসেন রত্ন, ঢাকা কলেজ

  ১১ ডিসেম্বর, ২০২৪

বিটিসিএলএফ ঢাকা কলেজ শাখার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ

‘চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীনদের পদচারণায় মুখরিত গ্যালারি। গোলাপ ফুলের শুভেচ্ছা, কলম ও লিফলেটের মাধ্যমে নবীনদের উষ্ণ অভ্যর্থনা। কেক কাটা এবং অতিথি ও সাবেক কমিটির সদস্যদের উপস্থিতিতে দিকনির্দেশনামূলক বক্তৃতার মাধ্যমে নবীনদের মধ্যে লেখালেখির প্রতি নতুন উদ্দীপনা ও প্রেরণা সঞ্চারিত করেছে।’

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার ‘চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীনবরণ’ অনুষ্ঠানটি ৫ নভেম্বর ঢাকা কলেজে অনুষ্ঠিত হয়। এই বিশেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ একেএম ইলিয়াস। পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর দেশাত্মবোধক গান, আবৃত্তি, বক্তৃতা সহ নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। তরুণদের মধ্যে পড়াশোনা ও লেখালেখির প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন ছিল এক অনন্য উদ্যোগ।

এই দিন দুপুর বারোটায় সংগঠন শাখার সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান হিমেলের সঞ্চালনায় সদস্য নাফিজের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তী সময়ে, সংগঠনের উদ্দেশ্য ও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়, যা সদস্যদের মাঝে এক নতুন প্রেরণা সৃষ্টি করে। কবিতা আবৃত্তি করেন কার্যনির্বাহী সদস্য মুজাহিদুল ইসলাম হামিম। অনুষ্ঠানের মাঝে প্রাণ ফিরিয়ে আনতে সুমধুর কণ্ঠে গান পরিবেশন করেন শাখার প্রচার সম্পাদক মেহেদি হাসান, যা পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে।

ব্যানার, বেলুন, ফেস্টুন ইত্যাদির মাধ্যমে সজ্জিত হয়েছিল ক্যাম্পাসের গ্যালারি রুম নম্বর ১০। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সন্মানিত অধ্যক্ষ একেএম. ইলিয়াস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. আখতারা বানু ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী রাশেদুন্নবী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বর্তমান সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও ঢাকা কলেজ শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি মু. সায়েম আহমাদসহ সংগঠনের দায়িত্বরত বর্তমান সভাপতি ও সাবেক সদস্যবৃন্দসহ আরো অনেকে।

নবীনদের গোলাপ ফুলের মাধ্যমে বরণ করে কলম ও নবীনদের করণীয় সম্পর্কিত লিফলেট তুলে দেওয়া হয় তাদের হাতে। বিটিসিএলএফ ঢাকা কলেজ শাখার ‘চতুর্থ প্রতিষ্ঠাবর্ষিকী’ উপলক্ষে কেক কাটেন ও বক্তব্য রাখেন প্রধান অতিথি অধ্যক্ষ একেএম. ইলিয়াস। তিনি তার বক্তব্যের শুরুতেই নবীনদের স্বাগত জানান এবং সমাজ পরিবর্তনে লেখালেখির প্রতি উৎসাহিত করেন। পাশাপাশি উপস্থিত বিশেষ অতিথি ও শাখার উপদেষ্টা ড. আখতারা বানু ও চৌধুরী রাশেদুন্নবী’র মাধ্যমে সাহিত্যের প্রতি আকর্ষণ সৃষ্টি করতে বিশেষ তাগিদ দেন।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ঢাকা কলেজ ২০২০ সালের ৩১ অক্টোবর বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের শাখা হিসেবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে ঢাকা কলেজ শাখার প্রত্যেক সদস্য দেশের জাতীয় পত্রিকায় নিয়মিত মতামত, চিঠি, কলাম, ইসলামী জীবন, কবিতা, সাহিত্য, উপন্যাস ইত্যাদি বিষয়ে লেখনীর ধারা অব্যাহত রেখেছে। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৩ সালের ‘তরুণ লেখক সন্মেলন ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী’ অনুষ্ঠানে ১৮টি শাখার মধ্যে সেরা উদীয়মান শাখা হওয়ার গৌরব অর্জন করে ঢাকা কলেজ শাখা। বর্তমানেও শাখার দায়িত্বরত ও সাধারণ সদস্য সবাই লেখালেখির মাধ্যমে তরুণদের সঙ্গে নিয়ে ফোরামকে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close