reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ডিসেম্বর, ২০২৪

আগামীর পবিপ্রবি ও শিক্ষার্থীদের প্রত্যাশা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। ঐতিহ্যবাহী এবং বিশ্বখ্যাত এ বিশ্ববিদ্যালয় সুনাম কুড়িয়েছে দেশ থেকে বিদেশে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদে মোট চার হাজারের অধিক শিক্ষার্থীরা রয়েছে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ক্লাস পরীক্ষা, এসাইনমেন্ট ও টিউশনের ব্যস্ততায় কাটে পবিপ্রবিয়ানের দৈনন্দিন জীবনের একাংশ। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে নতুন করে প্রাণ পায় পবিপ্রবি। অবসান ঘটে ফ্যাসিস্ট সরকার ও তার সহযোগীদের। পবিপ্রবির নতুন উপাচার্য হয়ে আসেন বিশ্ববরেণ্য গবেষক ও শিক্ষাবিদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ ও গতিশীলতা দেখে সন্তুষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা। একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে থেকে নুতন উপাচার্য পাওয়ায় পবিপ্রবি উপাচার্যের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা তাই একটু বেশি। আগামীর পবিপ্রবি ও শিক্ষার্থীদের প্রত্যাশা কি সেটিই জানার চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আবু হাসনাত তুহিন

মাদক ও র‌্যাগিংমুক্ত ক্যাম্পাসের দৃষ্টান্ত হোক পবিপ্রবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রায় এক হাজার ৪০০ মানুষের রক্তের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি নতুন স্বাধীনতা। নতুনভাবে তাই বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রত্যাশার পরিমাণ অনেক বেশি। উপাচার্য মহোদয় যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয় সংস্কারের বেশ কিছু চমৎকার উদ্যোগ গ্রহণ করেছেন যা সত্যিই প্রশংসনীয়। আমরা এমন একটা ক্যাম্পাস চাই যা হবে সুস্থ ও মাদকমুক্ত। মাদক পুরোপুরি নির্মূল করতে সব ধরনের উদ্যোগ প্রত্যাশা করছি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা অসুস্থ সংস্কৃতি হচ্ছে র‌্যাগিং। এই অপসংস্কৃতি এবং বিভিন্নভাবে ছাত্র হয়রানি বন্ধে সব উদ্যোগের অনুরোধ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মেধার ভিত্তিতে সিট বণ্টন, ডাইনিংয়ের ভালো মান নিশ্চিত করতে হবে। পবিপ্রবির দুঃখ সৃজনী থেকে এম কেরামত আলী হলের রাস্তা। বিভিন্ন সময়ে রাস্তা পুনর্নির্মাণের আন্দোলন করলেও দীর্ঘদিনেও কোনো পরিবর্তন চোখে পড়েনি। রাস্তাটি দ্রুত নির্মাণের জোর দাবি জানাচ্ছি। বিগত সরকারের আমলে গঠিত সব নির্যাতন ও দুর্নীতিতে জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। সর্বোপরি বিশ্বমানের উচ্চশিক্ষার জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

ফরিদুল ইসলাম

শিক্ষার্থী, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদ।

সংস্কার হোক বিগত ১৬ বছরের ক্ষত

আমার ভাইয়েদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশর দ্বিতীয় বিজয়। বিগত ১৬ বছরের সব অনিয়ম দুর্নীতি ও ভঙ্গুর কাঠামোর সংস্কার চাই। যেকোনো ধরনের দুর্নীতি যাতে ক্যাম্পাসে প্রশ্রয় না পায় সে দিকে খেয়াল রাখতে হবে পবিপ্রবি প্রশাসনের। অনুষদ কেন্দ্রিক বৈষম্যের শিকার পবিপ্রবির কিছু অনুষদ। বিশেষ করে আইন ভূমি প্রশাসন অনুষদের নিজস্ব কোনো ভবন নেই। অন্য অনুষদের তুলনায় সুযোগ সুবিধার দিক থেকে আইন ও ভূমি প্রশাসন অনুষদ অনেক পিছিয়ে। এ দিকগুলো প্রশাসনেকে গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ থাকবে। কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষার্থীদের সঙ্গে সবসময় সুলভ আচরণ করবেন এবং সুসম্পর্ক বজায় রাখবেন। প্রায় সময়ই পরীক্ষা পিছিয়ে যাওয়া একটা ব্যাধিতে রূপ নিয়েছে এবং বিভিন্ন কারণে সেশনজটের মুখে পড়েছে শিক্ষার্থীরা যা থেকে মুক্ত করতে পদক্ষেপ নিতে হবে। বহিরাগতদের উৎপাত বন্ধসহ সার্বিক বিষয়ে উদ্যোগ গ্রহণ করায় দাবি থাকবে পবিপ্রবি উপাচার্য বরাবর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করতে হবে যাতে একজন শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়।

নূরনবী সোহান

শিক্ষার্থী, আইন ও ভূমি প্রশাসন অনুষদ।

ক্ষমতার অপব্যবহারকে রুখতে হবে, দূর করতে হবে সব সীমাবদ্ধতা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া নিঃসন্দেহে অনেক সম্মান ও মর্যাদাপূর্ণ। কিন্তু এখানে পড়তে আসা আমার মতো অনেক শিক্ষার্থীকে হতাশ করে এখানকার সীমাবদ্ধতা।

একটি ক্যাম্পাসে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকা গুরুত্বপূর্ণ, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে সমৃদ্ধ করে এবং তাদের সামগ্রিক উন্নয়নে সহায়তা করে। পবিপ্রবিতে বিভিন্ন কাঠামো নামমাত্র পরিচালিত হয় এবং সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। লাইব্রেরি থাকলেও সেখানে পর্যাপ্ত বইয়ের অভাব। চেয়ার টেবিলের ঘাটতির কারণে শিক্ষার্থীরা পড়ার সুযোগ পায় না। আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ল্যাবরেটরিতে নেই পর্যাপ্ত লোক। প্রাকটিক্যাল জ্ঞান অর্জন ছাড়াই শুধুমাত্র খাতায় লিখে তা মুখস্থ করে শিক্ষার্থীরা পরীক্ষায় পাস করে। রয়েছে পর্যাপ্ত ক্লাসরুমের অভাব। ক্লাসরুমে আধুনিক সুযোগ সুবিধার ঘাটতি। সংস্কার দরকার খেলাধুলার মাঠ, জিমনেশিয়াম এবং অন্যান্য বিনোদনমূলক ব্যাবস্থার।

বরিশাল ক্যাম্পাসে স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য পরামর্শ পাওয়া দুষ্কর। বেশিরভাগ সময় বন্ধ থাকে। অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে পড়ে আছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ সম্পর্কে তথ্য প্রদানবিষয়ক সংস্থাগুলো নিষ্ক্রিয় থাকে। পর্যাপ্ত সুযোগের অভাবে কার্যক্রমে ব্যাঘাত ঘটে। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াগুলোতে স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী মূল্যের খাবারের ব্যবস্থা এখন সময়ের দাবি। পরিবহন শাখায় নেই পর্যাপ্ত বাস। শিক্ষার্থীরা দাঁড়িয়ে ও ঝুলে যাচ্ছে বরিশাল ও পটুয়াখালী। এসব সমস্যাগুলো খতিয়ে দেখে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করা গেলেই শিক্ষার্থীদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় তাদের স্বপ্ন পূরণেরও সিঁড়ি হয়ে উঠবে।

সুমাইয়া আমিন

শিক্ষার্থী

এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ।

প্রশাসনের জবাবদিহিতা ও গবেষণা খাতে পর্যাপ্ত বরাদ নিশ্চিত করতে হবে

বিশ্ববিদ্যলয় শিক্ষার্থীদের ভাবনার বিকাশ ঘটানোর জায়গা। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অপসংস্কৃতি বন্ধ করতে হবে, অপসংস্কৃতি চর্চার কারণে শত শত পিতা-মাতার স্বপ্ন ভেঙে যাচ্ছে। বুলিং, নেশা, বেহায়াপনা ও ধর্ম পরিপন্থি কাজ বন্ধের জোর দাবি জানাচ্ছি। পবিপ্রবি শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটাই দাবি জবাবদিহিতামূলক একটি প্রশাসন আমাদের দিন। পাঠদানের ন্যূনতম কাজটিতে শিক্ষকদের জবাবদিহির আওতায় আনতে হবে। পাঠদান শিক্ষকের প্রথম কাজ, দ্বিতীয় কাজ গবেষণা। তাই শিক্ষকের আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী ক্লাস ও কোর্স বণ্টনের ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে এবং তাদের স্বীকৃতি ও প্রমোশন সেই আলোকে হতে পারে। গবেষণার জন্য সরকার থেকে যথেষ্ট বরাদ্দ দিতে হবে। গবেষণার অনুদান প্রাপ্তিতে দলগত পরিচয়ের প্রাধান্য বন্ধ করতে হবে। বিদেশে গবেষণার নামে ভ্রমণ বন্ধ করতে হবে। গবেষণা পেপারের সংখ্যা না বাড়িয়ে গবেষণার মান বাড়ানো উচিৎ। বিদেশের বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষকদের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও আদান-প্রদানের ব্যবস্থা করতে হবে। দেশি-বিদেশি শিক্ষার্থীদের জন্য ফান্ডসমেত সার্বক্ষণিক পিএইচডি-এমফিল ডিগ্রি চালু করতে হবে। অবশেষে সব প্রচেষ্টায় পবিপ্রবি এগিয়ে যাওয়া সম্ভব বিশ্ব দরবারে।

আনাছ

শিক্ষার্থী, ব্যবসায় প্রশাসন অনুষদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close