ইফরান ইউসুফ শিহাব, বাকৃবি
নবীন কৃষিবিদদের জন্য সোনালি পরামর্শ
প্রিয় নবীন শিক্ষার্থী, তোমাদের স্বপ্ন এবার কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। এই উর্বর জমিনে শুরু হলো তোমাদের নতুন অধ্যায়, যেখানে প্রতিটি দিনই সম্ভাবনার একেকটি কুঁড়ি। সার্থকতার পথে তোমাদের যাত্রা আরো মসৃণ করতে কিছু সোনালি পরামর্শ রইলো, যা তোমাদের গড়ে তুলবে এক সার্থক কৃষিবিদ হিসেবে।
অভ্যাসের বীজ বপন করো: নতুন অভ্যাসের বীজ যত্নে বুনে নাও। প্রতি মাসে একটি করে নতুন অভ্যাস রপ্ত করলে, ধীরে ধীরে দেখতে পাবে নিজেকে এক নতুন আলোয়- যেন পরিপক্ব ফসলের মতো আত্মবিশ্বাসী।
ক্লাবের জমিতে আগ্রহের চারা লাগাও : বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলো যেন অভিজ্ঞতার উর্বর ক্ষেত্র। আগ্রহের ক্লাবে যুক্ত হয়ে নতুন বন্ধু, জ্ঞান, আর নেটওয়ার্কিংয়ের ফসল কুড়াতে পারো, যা ভবিষ্যতের পথে তোমাকে আলোর দিশা দেবে।
ডকুমেন্টেশনের সঠিক চর্চা: সঠিক ডকুমেন্টেশন হলো পরিকল্পনার শৃঙ্খলিত রূপ। এটি জীবনের নানা কাজে শৃঙ্খলা নিয়ে আসবে, যেমন ভালো চাষের ফল ভালো ফসল।
নিজের খরচ নিজেই চালানোর মানসিকতা গড়ে তোলো: অর্থনৈতিক স্বাধীনতার প্রথম পদক্ষেপ হলো নিজের খরচের দায়িত্ব নেওয়া। এটি তোমার মধ্যে দায়িত্ববোধের চারা রোপণ করবে, যা ভবিষ্যতের সঞ্চয়ের পথে দিশা দেখাবে।
সিনিয়রের অভিজ্ঞতায় পথ খোঁজ: একজন সিনিয়রের অভিজ্ঞতা হলো এক আলোকিত পথের প্রদীপ। তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারলে, তাদের পরামর্শ তোমার যাত্রায় সঙ্গী হয়ে থাকবে।
প্রতিযোগিতার মাটিতে মেধার চাষ: কৃষি ফ্যাকাল্টির বিভিন্ন প্রতিযোগিতা হলো চিন্তার উর্বর জমি। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে আরো পরিণত আর মেধাবী করে তুলতে পারবে।
ইমেইলিংয়ে দক্ষ হও: ইমেইল হলো আধুনিক যুগের যোগাযোগের ফসল। সঠিক ইমেইল ব্যবহারের কৌশল রপ্ত করলে, এ মাধ্যমটি তোমার কাজকে করবে আরো সুচারু ও সুনিপুণ।
এ পরামর্শগুলো মেনে চললে, বিশ্ববিদ্যালয়ের এ উর্বর প্রাঙ্গণে তোমাদের স্বপ্নের বীজ থেকে প্রস্ফুটিত হবে সাফল্যের পূর্ণাঙ্গ ফসল।
"