কামরুজ্জামান কিরন, রাবি
রাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ‘গ্রন্থ সমালোচনা’বিষয়ক কর্মশালা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ‘গ্রন্থ সমালোচনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর বেলা ১২টায় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ৪২২ নং কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম নাহিদ । আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মো. শরিফুল ইসলামের স্বাগত বক্তৃতার মাধ্যমে কর্মশালাটি শুরু হয়। কর্মশালায় বিভাগের প্রথমবর্ষের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্বরাজনীতি, সাহিত্য, উপন্যাস ছাড়াও আরো বিভিন্ন বই এই গ্রন্থ সমালোচনার অন্তর্ভুক্ত করা হয়।
গ্রন্থ সমালোচনা বিষয়ে প্রধান অতিথি শফিকুল ইসলাম নাহিদ বলেন, প্রথমবর্ষের শিক্ষার্থী হিসেবে তাদের এই উপস্থাপনায় আমি সত্যিই মুগ্ধ। আমি চাই তারা কঠোর অধ্যাবসায় ও সাধনার মাধ্যমে সাফল্যের ধারা অব্যাহত রাখুক। এছাড়া তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। পরিশেষে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড মো. শরিফুল ইসলামও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহিন ভূঁইয়া তার সমালোচনাকৃত গ্রন্থ , ‘Academic writing for undergraduate student By Swales & Feak’ সম্পর্কে বলেন, আত্মোন্নয়নের জন্য স্নাতক পর্যায়ের শিক্ষার্থী হিসেবে বইটিকে আমি চমৎকার দিকনির্দেশনামূলক বলে মনে করি। বইটি একটি লেখাকে কীভাবে সবার কাছে গ্রহণযোগ্য ও মানসম্মত করা যায় তা নিয়ে বিস্তারিত তথ্য দেয়। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা নিজেদের লেখার মানকে সমৃদ্ধ করতে বইটিকে একটি গাইড বুক হিসেবে গ্রহণ করতে পারে।
আরেক শিক্ষার্থী তানভীর মাহি তার সমালোচনাকৃত বই প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল বামার লেখা BECOMIN বইটি নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। বইটি সম্পর্কে তিনি বলেন বইটি বেশিরভাগই আত্মবিকাশের উপর আলোকপাত করে। জীবনের অজানা পথের প্রান্তে বুদ্ধিমান সিদ্ধান্ত নেওয়া, সৎ, স্বচ্ছ ও স্বতন্ত্র চিন্তা-ভাবনা প্রকাশের পদ্ধতি বইটিকে দিয়েছে শ্রেষ্ঠত্বের অনন্য উচ্চতা। বইটিতে লেখক পরিবার, জীবন, মানুষ, স্বউন্নয়নের উপর অত্যন্ত মনোনিবেশ করেছেন। আমি সবাইকে এই বইটি পড়ার পরামর্শ দেব এবং আমি মনে করি প্রত্যেকে ভালো জ্ঞান এবং অন্তর্দৃষ্টিপূর্ণ অভিজ্ঞতার সাক্ষী হবে।
সেমিনারে অংশ নেওয়া বিভাগের আরেক শিক্ষার্থী রাইয়ান ইসতিয়াক বলেন, প্রথমবর্ষের শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য আজকের কর্মশালা ছিল অসাধারণ। এ ধরনের সেশনগুলো আমাদের উপস্থাপনা দক্ষতা বাড়াবে যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই কার্যকরী হবে এক?ইসঙ্গে আমাদের বই পড়ার আগ্রহ বাড়াবে। আমরা সামনের দিনগুলোয় এ ধরনের আরো কর্মশালায় অংশগ্রহণ করতে চাই ।
সর্বশেষ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মো. শরিফুল ইসলাম উপস্থিত অতিথি ও শিক্ষার্থীসহ সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
"