মুসাদ্দিকুল ইসলাম তানভীর, বাকৃবি

  ০১ ডিসেম্বর, ২০২৪

কৃষি গবেষণার নবদিগন্তের সূচনা

কৃষিনির্ভর অর্থনীতির ওপর দাঁড়িয়ে থাকা বাংলাদেশে কৃষি গবেষণার নবদিগন্তের সূচনা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। শিক্ষক-শিক্ষার্থীদের মেলবন্ধনে হাতে-কলমে গবেষণা শিক্ষা, একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জন, উদ্ভাবন এবং পেশাদারিত্ব বিকাশের লক্ষ্যে যাত্রা শুরু করেছে বাকৃবি রিসার্চ ক্লাব। ‘এ রোড টু ইনোভেশন’ স্লোগানকে সামনে রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণামুখী করতে এটি এক অনন্য উদ্যোগ। এটিকে একটি অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন, যা রাজনীতি, ধর্ম, জাতি, বর্ণ এবং গোষ্ঠী থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হবে বলে মনে করছেন সংগঠনটির সদস্যরা।

গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে নতুন এই সংগঠনটি। রিসার্চ ক্লাব গঠনের উদ্দেশ্যসমূহের মধ্যে রয়েছে, বাকৃবির স্নাতক পড়ুয়া এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের অত্যাধুনিক গবেষণায় অনুপ্রাণিত করা, গবেষণার ধারণা, বিশ্লেষণ-ধর্মী চিন্তাভাবনা এবং বাস্তবায়নের উপর শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান, আন্তর্জাতিক গবেষণার সঙ্গে শিক্ষার্থীদের সংযুক্ত করা, বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রাণিত করা, গবেষণা পদ্ধতি, তথ্য বিশ্লেষণ, উপস্থাপনা, এবং প্রযুক্তিগত দক্ষতার ওপর সেশন পরিচালনা করা, বর্তমান গবেষণা বিষয়ের উপর বিশেষজ্ঞ আলোচনা এবং সেমিনারে অংশগ্রহণ ও হোস্ট করা।

এছাড়া আন্তঃবিভাগীয় গবেষণায় সহযোগিতাকে উৎসাহিত করা, সেমিনার, সিম্পোজিয়াম এবং ওয়ার্কশপে অংশগ্রহণ ও হোস্ট করা, সমালোচনা মূলক মূল্যায়নের জন্য একাডেমিক ও গবেষণা কাগজপত্র পর্যালোচনা করা এবং আলোচনা করা, উদ্ভাবনকে ত্বরান্বিত করতে গবেষণা প্রস্তাবনা এবং প্রতিযোগিতা হোস্ট করা, ব্যবহারিক অভিজ্ঞতা লাভের জন্য ল্যাব, ইন্ডাস্ট্রিস, বা ফিল্ড পরিদর্শন করা এবং সঠিক দিকনির্দেশনার জন্য শিক্ষার্থীদের শিক্ষক বা গবেষণায় অভিজ্ঞ শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত করা এবং গবেষণা প্রস্তাব লেখা ও গবেষণা তহবিল সংগ্রহ করার কৌশল শেখানো আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই একজন শিক্ষার্থী একজন ভালো গবেষক হয়ে উঠবে। শিক্ষার্থীদের আগ্রহ থাকলে, আমরা তাদের গবেষক হিসেবে তৈরি করবে বাকৃবি রিসার্চ ক্লাব।

ক্লাবকে সুসংগঠিত করার লক্ষ্যে ইতোমধ্যে ২৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. এ. কে. এম. আবদুল্লাহ আল-আমিন।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব আলম, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান, পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন-২, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হোসেন সুমন, কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মো. সালাহ উদ্দীন পলাশ।

পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে কমিটিতে ভেটেরিনারি অনুষদের রনি ইবনে মাসুদ এবং ফাহিম আহমেদ, কৃষি অনুষদের জান্নাতুল ফিজা, হাসান খান ও শারমিন ইসলাম লিমু, মাৎস্যবিজ্ঞান অনুষদের মোসাব্বির বিন আনোয়ার ও ফাহিম আহমেদ, পশুপালন অনুষদের শাকিব হোসাইন ও আফিফা আলম এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের মো. মাহির ফয়সাল শুভ, মাহমুদুল হাসান সোহাগ, আয়েশা ও নাসিমুজ্জামান সাব্বির কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

ক্লাবটির আহ্বায়ক কমিটির সদস্যরা জানান, বাকৃবি রিসার্চ ক্লাবের ভিশন হলো শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করে নতুন জ্ঞান সৃষ্টি করা, সমস্যা সমাধান করা, বিভিন্ন শাখা ও ডিসিপ্লিনের মধ্যে সহযোগিতা গড়ে তুলে সামাজিক প্রভাব বাড়ানো এবং বৈশ্বিক অন্তর্ভুক্তিকে উৎসাহিত করা।

রিসার্চ ক্লাবের উদ্বোধনকালে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের কর্মক্ষেত্র এবং গবেষণায় সমৃদ্ধ করার জন্য এই ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়েছে, যেন তারা বিশ্বের যেকোনো স্থানে কাজ করতে পারে। একজন অধ্যাপকের কাজের মৌলিক উপাদান হচ্ছে তার শিক্ষার্থীরা। শিক্ষার্থী ছাড়া তারা চলতে পারেন না। গবেষণার আগে উপযুক্ত পরিকল্পনা এবং চিন্তাশক্তি থাকা জরুরি।

ছাত্র-শিক্ষকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে তাদের মধ্যে লুকায়িত উদ্ভাবনী শক্তি জাগ্রত করতে হবে। আমাদের শিক্ষার্থীরা যেন তাদের গবেষণার মাধ্যমে উন্নত বিশ্বকেও ছাড়িয়ে যায়, এই কামনা করি। ভারত, চীনকে পাশ কাটিয়ে আমাদের শিক্ষার্থীরা বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে নেতৃত্ব দিবে এই স্বপ্ন আমি দেখি। শিক্ষার্থীদের সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সবর্দা পাশে থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close