আবু ছাকিব মো. নাজমুল হক, ফেনী সরকারি কলেজ
ফেনী কলেজের ইংরেজি বিভাগে ‘ক্যারিয়ার টকস’
গত ২২ অক্টোবার ফেনী সরকারি কলেজের ইংরেজি বিভাগে শুভ সূচনা ঘটে ক্যারিয়ার বিষয়ক ধারাবাহিক কর্মশালা ক্যারিয়ার টকস-এর। যা আয়োজন করে ২০২২ সালে প্রতিষ্ঠিত ইংলিশ ডিপার্টমেন্ট ক্যারিয়ার ক্লাব। ফেনী সরকারি কলেজের সব স্তরের শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে আরো বেশি সচেতন করে তুলতে এবং তাদের ক্যারিয়ার বিষয়ে যথাযথ দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে ইংলিশ ডিপার্টমেন্ট ক্যারিয়ার ক্লাব এই ক্যারিয়ার টকসের আয়োজনের চেষ্টা করে এসেছিল দীর্ঘদিন ধরে। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং ফেনীর ভয়াবহ বন্যার ধাক্কা সামলিয়ে গত মঙ্গলবার (২২ অক্টোবর) তারা এই কর্মশালার শুভ সূচনা করতে সক্ষম হয়। উক্ত অনুষ্ঠানের সূচনা করেন ফেনী সরকারি কলেজ ইংরেজি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান মোস্তাক হোসেন। তিনি বলেন, ‘এই বিভাগের প্রধানের দায়িত্ব পাওয়ার পর থেকে আমার স্বপ্ন ছিল শিক্ষার্থীরা যেন তাদের যোগ্যতা অনুযায়ী যথাযথ জায়গায় পৌঁছাতে পারে। সে যেন যথাযথ দিকনির্দেশনা পায় সে লক্ষেই এই ক্যারিয়ার ক্লাব আমি প্রতিষ্ঠা করার উদ্যেগ গ্রহণ করি। তাই আমার কিছু উদ্যমী শিক্ষার্থী সাকিব, জাহিদ, তামান্না, সায়েম, ওয়ারেস, আশির, রবিউলদের প্রচেষ্টায় এই ক্যারিয়ার টকস প্রোগ্রামটি দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। আশা করছি এটি সবার জন্য ফলপ্রসূ হবে। ক্যারিয়ার টকসের প্রথম সেশনে গেস্ট স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন ৪৩তম বিসিএস শিক্ষা ক্যাডারে সদ্য গেজেট প্রাপ্ত আবদুল আজিজ। যিনি তার অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন ফেনী কলেজের ইংরেজি বিভাগ থেকেই। প্রায় দুই ঘণ্টার সেশনে শিক্ষার্থীদের তিনি তার সফলতার গল্প শুনানোর পাশাপাশি দেখিয়ে দেন একজন শিক্ষার্থী তার গ্রাজুয়েশন শেষ করার পরপর নিজের ক্যারিয়ারকে কতদিকে ধাবিত করতে পারবে। এরপর তিনি শিক্ষার্থীদের মনে লুকিয়ে থাকা অজানা অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে সন্তুষ্ট করেছে। ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নাজমুল হক সায়েমের সঞ্চালনায় শুরু হওয়া কর্মশালাটি শেষও হয় তার মাধ্যমে। ক্যারিয়ার বিষয়ক এই কর্মশালায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সেশন শেষ করা হয়।
"