অনিরুদ্ধ সাজ্জাদ, জাককানইবি

  ১৩ অক্টোবর, ২০২৪

দ্বিতীয় বর্ষে পদার্পণ সাংবাদিক ফোরামের

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ফোরাম। কণ্ঠেই শক্তি, সত্যেই মুক্তি স্লোগানে পদার্পণ করল ২য় বর্ষে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উৎসবমুখর আয়োজনে দিনটি উদযাপন করেন সাংবাদিকরা। এদিন দুপুরে ফোরামের সদস্যদের অংশগ্রহণে প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালির মাধ্যমে সাংবাদিক ফোরামের সদস্যরা নিজেদের ঐক্য ও সংহতির প্রকাশ ঘটায়।

র‌্যালি শেষে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত হয় আলোচনা সভা, যেখানে উপস্থিত ছিলেন ফোরামের সদস্যরা, বিভিন্ন সংগঠনের নেতা এবং সাধারণ শিক্ষার্থীরা। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু। বক্তব্য রাখতে গিয়ে শাকিল বাবু বলেন, ‘আমাদের সাংবাদিক ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পেরে আমরা গর্বিত। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে আমরা এক বছর সফলভাবে পার করেছি এবং দ্বিতীয় বছরে প্রবেশ করলাম। আমাদের লক্ষ্য হচ্ছে ক্যাম্পাসের প্রতিটি ইস্যুতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য তুলে ধরা। তিনি আরো বলেন, ‘একটি সুসংগঠিত ও শক্তিশালী সাংবাদিক সংগঠন গড়ে তোলার জন্য আমাদের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সাধারণ সম্পাদক রোকন বাপ্পি তার বক্তব্যে বলেন, ‘সাংবাদিক ফোরামের এই এক বছরের পথচলা সহজ ছিল না। তবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখার মধ্য দিয়েই আমরা এগিয়ে যেতে পেরেছি। ভবিষ্যতেও কঠিন বাস্তবতা ও চ্যালেঞ্জকে মোকাবিলা করার প্রস্তুতি আমাদের আছে, যা ফোরামকে আরো সুসংগঠিত এবং কার্যকর করে তুলবে।’

আলোচনা সভায় ফোরামের এক বছরের অর্জন নিয়ে আলোচনা করা হয়। এ সময়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ফোরাম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে এবং শিক্ষার্থীদের মাঝে সাংবাদিকতার ধারা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। ফোরাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টে বিশেষজ্ঞ মতামত প্রদান এবং নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।

সভায় বক্তারা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও আলোকপাত করেন। ফোরামের নেতারা জানান, তারা সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ইস্যুতে আরো গভীরতর গবেষণা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাংবাদিকতার মান উন্নয়নের জন্য কাজ করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংবাদিকতার নৈতিকতা ও পেশাদারিত্ব শেখানোর লক্ষ্যে বিভিন্ন কর্মশালা আয়োজনের পরিকল্পনাও ব্যক্ত করেন তারা।

এক বছরের পথচলায় নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম ক্যাম্পাস সাংবাদিকতার জগতে নতুন দিগন্তের উন্মোচন করেছে। তাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা ক্যাম্পাস সাংবাদিকতায় একটি অনুকরণীয় উদাহরণ তৈরি করেছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠার পর থেকেই ক্যাম্পাসের

বিভিন্ন ইস্যুতে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। তাদের

প্রচেষ্টার ফলেই ক্যাম্পাসে সাংবাদিকতার চর্চা

আরো প্রসারিত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close