কেন পড়ব কুবির আইন বিভাগে
২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছের সব কটি ইউনিটের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। সাবজেক্ট চয়েজ বা বিষয় পছন্দক্রম সাজানোর নোটিস আসবে কিছুদিনের মধ্যেই। এরই মধ্যে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট সম্পর্কে তীব্র জানার আগ্রহ তৈরি হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ সম্পর্কেও আগ্রহের কমতি নেই ভর্তি-ইচ্ছুকদের। তাই কুবির অন্যতম সেরা এই ডিপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি জানাচ্ছেন- আবু মো. ফজলে রোহান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেরা কয়েকটি ডিপার্টমেন্টের মধ্যে আইন বিভাগ অন্যতম। একটি অনুষদের অধীনে একটিমাত্র বিভাগ নিয়ে দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে কুবির আইন বিভাগ। পাহাড়ের চূড়ায় মনোমুগ্ধকর পরিবেশে বিভাগটির অবস্থান। দেখে মনে হবে, এ যেন এক টুকরো সাজেক! তুলনামূলক নতুন ডিপার্টমেন্ট হওয়া সত্ত্বেও আইন বিভাগের সুনামণ্ডসুখ্যাতি এবং চাহিদা রয়েছে সর্বাগ্রে। প্রথমেই আসা যাক ব্যাচসংখ্যার আলাপে।
ব্যাচসংখ্যা
২০১৫ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে বর্তমানে ৮ম ব্যাচ চলমান রয়েছে। এই সেশনে নবীনদের আগমনের মধ্য দিয়ে ৯ম ব্যাচের যাত্রা শুরু হবে।
শিক্ষক সংখ্যা
আইন বিভাগে ৫ জন সহকারী অধ্যাপক, ৩ জন লেকচারারসহ ৮ জন দক্ষ শিক্ষক রয়েছেন।
সেশনজট
বিভাগটি যথাসময়ে পরীক্ষা গ্রহণ করে শিক্ষার্থীদের সেশনজটের কবল থেকে রক্ষা করতে বেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বর্তমানে প্রতি ৫ মাসেই সেমিস্টার পরীক্ষা হচ্ছে। কোনো সেশন জট নেই।
কোর্সসংখ্যা
ফাস্ট ও সেকেন্ড ইয়ারে প্রতি সেমিস্টারে ৪টি করে কোর্স পড়ানো হয়। থার্ড ও ফোর্থ ইয়ারে প্রতি সেমিস্টারে ৫টি করে কোর্স রয়েছে। অর্থাৎ, চার বছরে ৩৬টি কোর্স পড়ানো হয়।
কোর্সের বিস্তারিত তথ্য
1. Jurisprudence
2. Muslim law
3. Legal History and legal system of Bangladesh
4. English for law
২য় সেমিস্টারে পড়ানো হয়-
1. Constitution of Bangladesh
2. Hindu Law
3. Law of contract
4. Roman Law
তৃতীয় সেমিস্টার
1. Labour Law.
2. Law of tort and Consumer Protection.
3. Constitution of Uk,USA and India.
4. Interpretation and General Clauses Act.
৪র্থ সেমিস্টার
1. Criminology
2. Land Law
3. Environmemtal Law
4. Law of equity, trust and Sr Act
৫ম সেমিস্টার
1. Law of Civil Procedure I
2. Law of Criminal Procedure I
3. Law of Crimes I
4. Law of Evidence
5. Transfer of Property Law
৬ষ্ঠ সেমিস্টার
1. Law of Civil Procedure II
2. Law of Criminal Procedure II
3. Law of Crimes II
4. Company Law
5. ADR(Alternative Dispute Resolution)
৭ম সেমিস্টার
1. International Law
2. Business Law
3. Administrative Law
4. Cyber Law
5. Law of limitation, Registration & PDR
৮ম সেমিস্টার
1. Fiscal Law
2. Intellectual Property Law
3. Drafting, conveyancing & Legal Ethics
4. Moot Court and Internship
5. Legal Research Methodology.
সাফল্য
বিভাগ নতুন হওয়া সত্ত্বেও বিজেএস পরীক্ষায় অংশগ্রহণ করে বিভাগের প্রথম ও দ্বিতীয় ব্যাচ থেকে ইতিমধ্যে ৩ জন সহকারী জজ হয়েছেন। দেশের বাঘা বাঘা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কম্পিটিশন করে সারা দেশে ১১তম স্থান পর্যন্ত ছিনিয়ে এনেছেন একজন। এ ছাড়া বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন অনেকে। বিভাগটির প্রথম ব্যাচ থেকেই সম্প্রতি বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হয়েছেন ১২ জন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত ১৭তম জুডিশিয়ারি অর্থাৎ সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে অপেক্ষার প্রহর গুনছেন অনেকে।
অন্যান্য সাফল্য
শুধু তাই নয়, খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক অঙ্গন, বক্তৃতার মঞ্চ কিংবা ম্যাগাজিন বা জাতীয় পত্রিকার পাতা সর্বত্র সরব উপস্থিতি রয়েছে এ বিভাগের শিক্ষার্থীদের।
ক্লাসরুম ও অন্যান্য সুবিধা
বর্তমানে ৩টি সুসজ্জিত ক্লাসরুম, শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক মুট কোর্ট ল্যাব এবং ১টি সেমিনার লাইব্রেরি রয়েছে।
আসনসংখ্যা
কুবির আইন বিভাগে ৫৩টি আসন রয়েছে। এর মধ্যে মানবিকের শিক্ষার্থীদের জন্য ৩০টি, ১৫টি বিজ্ঞানের ও ৫টি কমার্সের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে। এ ছাড়া কোটায় ৩টি আসন রয়েছে।
পারিপার্শ্বিক সুবিধা
ঢাকা-চট্টগ্রামের মাঝামাঝি এবং কুমিল্লা শহর থেকে মাত্র ১০ কিমি দূরত্বে বিশ্ববিদ্যালয়ের অবস্থান হওয়ায় সব ধরনের সুযোগ-সুবিধা হাতের নাগালেই রয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ তালিকায় রাখা যেতে পারে কুবির আইন বিভাগকে। তবে সে ক্ষেত্রে উপযুক্ত মেরিট পজিশন থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় ইংরেজিতে আলাদাভাবে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে। তাহলেই আইন বিভাগে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে।
"