তানজিদ শুভ্র
রংপুরের ক্যারিয়ার মিটআপে শতাধিক শিক্ষার্থী
শুক্রবার (২১ জুলাই) রংপুরে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত হয়েছে। তৌহিদ অ্যাসোসিয়েটসের আয়োজনে শহরের কলেজ রোডের ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এটি করা হয়।
ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আল মামুন আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিডি জবসের এজিএম (প্রোগ্রামস) মোহাম্মদ আলী ফিরোজ। অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মো. শহিদুল ইসলাম শাওন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের দেশ-বিদেশে উচ্চশিক্ষা, ক্যারিয়ারবিষয়ক পরামর্শ, বর্তমান চাকরি বাজার সম্পর্কে আলোচনা করেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন তৌহিদ অ্যাসোসিয়েটসের কো-অর্ডিনেটর মো. তানজিত।
সার্বিক সহযোগিতা করার জন্য ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের সবাইকে এবং গিফট স্পন্সর হক পাবলিকেশনসের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান। এ ছাড়া সব স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানান তিনি।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।
"