আরজে তানজিদ
আত্মপ্রত্যয়ী মো. তৌহিদুজ্জামান
মো. তৌহিদুজ্জামান, একজন দৃঢ় আত্মপ্রত্যয়ী সফল তরুণ। ছোটবেলা থেকেই ছিল কর্মমুখী শিক্ষার প্রতি আগ্রহ। সেই থেকেই কারিগরি শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ হন তিনি। পড়াশোনা করেছেন তড়িৎ প্রকৌশলে। নিজের অ্যাকডেমিক পড়াশোনার পাশাপাশি গ্রহণ করেছেন বিভিন্ন বাস্তব প্রশিক্ষণ এবং অন্যদেরও উৎসাহী করেছেন এ বিষয়ে।
বেকারমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে তার কাজ অব্যাহত আছে। বিভিন্ন সময় দেশের নানা প্রান্তে গিয়ে নিজ উদ্যোগে কারিগরি শিক্ষার প্রচারপত্র বিতরণ, সাধারণ মানুষকে কারিগরি শিক্ষার সুফল সম্পর্কে অবগত করছেন। ইতিমধ্যে দেশের সব জেলায় ভ্রমণ করেছেন তিনি।
বেকার তরুণদের প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান গড়ার লক্ষ্যে তৌহিদ নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তার নিজস্ব উদ্যোগ ‘তৌহিদ অ্যাসোসিয়েটস’র মাধ্যমে নিয়মিত ক্যারিয়ার গাইডলাইন, সিভি লেখা, যোগাযোগ দক্ষতাসহ নানা বিষয়ে অনলাইন-অফলাইন কর্মশালার আয়োজন করে থাকেন তিনি। নতুন চাকরিপ্রার্থীদের সঠিক চাকরির সন্ধান, বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তাদের শূন্য পদ সম্পর্কে জানানোসহ নানাভাবে সহযোগিতা করে আসছে তৌহিদ।
পাশাপাশি তৌহিদুজ্জামান একজন সফল উদ্যোক্তা। ই-বই বিতান নামে একটি অনলাইন বুকশপ গড়ে তুলেছেন তিনি। বিগত তিন বছরের অধিক সময় ধরে সারা দেশে চাকরি প্রস্তুতি, ভর্তি প্রস্তুতির বই সরবরাহ করে আসছে তার এই প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে মো. তৌহিদুজ্জামান বলেন, ‘ডিপ্লোমা শিক্ষার্থীদের অনেক বই সারা দেশে সহজলভ্য না। এজন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় বইয়ের জন্য ঢাকা আসতে হয়। তাদের কষ্ট লাঘবের উদ্দেশ্যেই আমার এই উদ্যোগ। ই-বই বিতান গ্রাহকের আস্থা অর্জন করে সামনে এগিয়ে চলছে।’
বিভিন্ন সময় তৌহিদুজ্জামানের মানবিক কাজও চোখে পড়ে। বন্যার সময় বন্যার্ত, শীতকালে শীতার্ত, ঈদ কিংবা অন্যান্য উৎসবে দুস্থদের মধ্যে সহায়তায় এগিয়ে যান তিনি।
মো. তৌহিদুজ্জামান ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। নিম্নমাধ্যমিক পাশের পর থেকেই তার শিক্ষাজীবন আর বেড়ে ওঠা ময়মনসিংহ শহরে। কারিগরি শিক্ষার নানামুখী কাজ করার লক্ষ্যে ইতিমধ্যে দেশের সব জেলা ঘুরেছেন তিনি। নিজের বাড়িতেই গড়েছেন একটি ছোট পাঠাগার যেখানে ডিপ্লোমা শিক্ষার্থীদের নানা বইয়ের সমাহার রয়েছে।
গত বছরের এপ্রিলে ভারতের আদিত্য অ্যাকাডেমি থেকে মো. তৌহিদুজ্জামানকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। কারিগরি শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য চলতি শাহীনা রব স্মৃতি পদক লাভ করেন তিনি।
তৌহিদুজ্জামান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের তালিকাভুক্ত ট্রেইনার ও অ্যাসেসর।
"