ছাদেক হোছাইন, চবি

  ০৫ জুন, ২০২৩

উনিশে পা রাখল সিপিসিএফ

ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতিকালে ও বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার পর যে প্রয়োজনীয়তাটা বেশি উপলব্ধি করে তা হচ্ছে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি সংগঠনের। যেখানে সুযোগ থাকে উচ্চশিক্ষাবিষয়ক যেকোনো সভা-সেমিনারে অংশগ্রহণের এবং সুযোগ থাকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা ও তৎসম্পর্কিত যেকোনো প্রশ্ন- উত্তর খুব সহজে জেনে নেওয়ার। পাশাপাশি সংগঠনের সঙ্গে যুক্ত সদস্যদেরও দ্বিতীয় সুযোগ তৈরি হয় সুখে-দুঃখে সবার পাশে থেকে নেতৃত্ব গুণাবলিকে আরো সুদৃঢ় করার। একইভাবে নিঃস্বার্থতা, ত্যাগ-তিতিক্ষা, সাহায্য-সহযোগিতা, খোঁজখবর, আদান-প্রদান, অনুদান-অবদান, যোগ্য নেতৃত্ব ইত্যাদি গুণাবলি অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফরমও হচ্ছে সংগঠন। বলা হয়ে থাকে, একটি সংগঠন একটি পরিবার। ‘সংগঠন’ নিজ সদস্যদের যেকোনো বিপদে-আপদে পাশে থাকে উত্তপ্ত মরুর বুকে ছায়ময় গাছের ন্যায়। এমনই একটি সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চকরিয়া-পেকুয়া উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’। ছাত্রছাত্রীদের মধ্যে সুসম্পর্ক, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ‘চেতনায় বিশ্ব মননে বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে একঝাঁক স্বপ্নবাজ তরুণদের হাত ধরে ২০০৪ সালে শুরু হয়, ‘সিপিসিএফ’র পথচলা। মাশুক আলীকে আহ্বায়ক এবং হোসাইন আকতার রাফিকে সদস্য সচিব করে গঠিত আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে ফোরামের যাত্রা শুরু করে।

পরে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সাইদুর রহমান মিন্টু সভাপতি, আমান উল্লাহ সাধারণ সম্পাদক ও জামিল আবদুর নাসের (সোহেল) অর্থ সম্পাদক নির্বাচিত হন। ফোরামে নেতৃত্বের গতিশীলতা রক্ষায় ধারাবাহিকভাবে কমিটি গঠন প্রক্রিয়া চলমান আছে। সর্বশেষ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান কমিটিতে সভাপতি হিসেব জোশাদ ও সাধারণ সম্পাদক হিসেবে ইমরান হাসান শাহীন দায়িত্ব পালন করছেন। দীর্ঘ পথপরিক্রমায় চকরিয়া পেকুয়া ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠনে রূপ লাভ করেছে। এই ফোরাম ইতিমধ্যে সৃজনশীল, ইতিবাচক এবং শিক্ষাবান্ধব কর্মকান্ডের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছে। বিশেষ করে প্রতি বছর চকরিয়া পেকুয়া উপজেলা থেকে আগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ৪০০ অধিক পরীক্ষার্থীর জন্য ফ্রি বাস সার্ভিস সেবা দিয়ে আসছে। আগের ধারাবাহিকতায় এবারও ফ্রি বাস সার্ভিস সফলভাবে সম্পন্ন হয়েছে। এ ছাড়া করোনাকালে শিক্ষার্থীদের মাঝে ‘স্মাইল ফর ফুট বক্স’ নামে খাদ্য সহায়তা প্রদান করে এই ফোরাম অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অ্যাসোসিয়েশন চকরিয়া-পেকুয়া উপজেলার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা অর্জনে কাউন্সেলিং ও শিক্ষামূলক সেমিনার আয়োজনসহ সামাজিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। যেমন : ব্লাড ম্যানেজিং, মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, ঈদ বস্ত্র বিতরণ, গুণিজন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। ভবিষ্যতেও দায়িত্বশীল সদস্যরা ছাত্রছাত্রী বান্ধব ও সমাজকেন্দ্রিক সব কার্যক্রম সুচারুভাবে পালন করবে। সর্বোপরি, চকরিয়া-পেকুয়ার সব ছাত্রছাত্রী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে একে অপরের সহযোগিতায় পাশে থাকবে- এটাই প্রত্যাশা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close