রায়হান আবিদ, বাকৃবি

  ৩০ মে, ২০২৩

বাকৃবিতে দৃষ্টিনন্দন শৈল্পিক স্থাপনা ‘প্রশান্তি’

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড়ঘেঁষে অবস্থিত চির সবুজে ঘেরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। ছয়টি অনুষদ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের। ভিন্ন ভিন্ন শৈল্পিক কাঠামো নিয়ে স্থাপিত রয়েছে প্রতিটি অনুষদে। সম্প্রতি কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদে স্থাপিত হয়েছে নতুন এক শৈল্পিক ছাউনি। এর নাম রাখা হয়েছে ‘প্রশান্তি’। কমতি নেই যার সৌন্দর্যের।

এটি দেখতে মনে হবে যেন কাঠের তৈরি বেষ্টনীর মধ্যে বিশাল এক গাছের ছাউনি। তবে সম্পূর্ণটা করা হয়েছে কংক্রিট দিয়ে। এর ভেতরে রয়েছে বসার জায়গা ও টেবিলের মতো দেখতে স্থাপনা। ছাউনির মাঝে কাঠামোটি দেখতে যেন অবিকল গাছের মতো। সন্ধ্যায় সভাবর্ধনের জন্য লাগানো হয়েছে রঙিন যত আলোকসজ্জা। শিক্ষক ও শিক্ষার্থীদের বসে আড্ডা কিংবা পড়াশোনা করার জন্য তৈরি করা হয়েছে বিশেষ ছাউনিটি। শিক্ষার্থীদের কাছে অন্যতম আকর্ষণ এটি। কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত বছর ডিন হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অনুষদে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করতে চেয়েছিলাম, তার একটি অংশ হলো ‘প্রশান্তি’। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসের আগে অনেক সময় ভবনের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। এ সময়টা তাদের মনোরম পরিবেশে বসার পাশাপাশি পড়াশোনা করার জন্য তৈরি করা হয়েছে এই শৈল্পিক ছাউনি। কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদে প্রথমবারের মতো তৈরি করা এমন একটি স্থাপনা যেখানে একসঙ্গে প্রায় ৬০ জন শিক্ষার্থী বসে সময় কাটাতে পারবে। আশপাশে মনোরম পরিবেশ ও ছাউনির শৈল্পিক কারুকার্য এক মনোরোম পরিবেশ তৈরি করে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীরা বার্বি কিউ করাতে পারবে। তবে অনুমতি ছাড়া সন্ধ্যার পর এখানে থাকা নিষিদ্ধ। ডিন আরো জানিয়েছেন, প্রশান্তি নামটি শিক্ষকদের সঙ্গে একটি বৈঠকের মাধ্যমে ঠিক করা হয়েছে। স্থাপনাটি তৈরি করতে সময় লেগেছে দেড় মাস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close