শান্ত মালো

  ০২ এপ্রিল, ২০২৩

নিটার সায়েন্স সোসাইটির সভাপতি ফারদিন সাধারণ সম্পাদক শাকিল

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) সায়েন্স সোসাইটির ২০২৩ সেশনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠন কর হয়েছে। এতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোবাশ্বারা ফারদিন সভাপতি ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড এপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাদিকুল আলম শাকিল সাধারণ সম্পাদক। এক বছরমেয়াদি ২০ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. সালাউদ্দিন, হাসান-এ আজিম, হাসান আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুহাইমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ সজীব ভৌমিক, সহ-কোষাধ্যক্ষ মো. তানভীর শাকিল, প্রকাশনা সম্পাদক শুভজিৎ দাস, দপ্তর ও ইনফরমেশন টেকনোলজি সম্পাদক মিয়াদ বিন মুস্তাফিজ, জনসংযোগ সম্পাদক মনিতুন নাহার মীম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ইফরাদ উদ্দিন আহমেদ, নাজমুল হাসান, প্লাবন দাস, অপারিজতা ইসলাম প্রার্থনা, তামান্না রহমান রিতু, নওযহাদ আযাদ কাপি, মেহেদী হাসান, কামরুল ইসলাম ইফাত ও মোনিম আলম তালুকদার সিফাত। ক্লাবের মডারেটর হিসেবে রয়েছেন অত্র ইনস্টিটিউটের প্রভাষক মো. আশিকুর রহমান।

উল্লেখ্য, ‘আজকের কল্পনা আগামীর বিজ্ঞান’ স্লোগান সামনে রেখে ২০২২ সালে কার্যক্রম শুরু করে নিটার সায়েন্স সোসাইটি। এ নিয়ে দুবার কমিটি গঠন হলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close