reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মার্চ, ২০২৩

বাংলাদেশের ক্রিকেট নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। শুধু ঘরের মাঠেই নয়, এভাবে বিদেশের মাটিতেও বাংলাদেশ দাপিয়ে বেড়াক এমনটাই তারুণ্যের প্রত্যাশা। বাংলাদেশের ক্রিকেট নিয়ে শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন মারুফ হোসেন

তারুণ্যের ভক্তিই বাংলাদেশ ক্রিকেটের মুক্তি

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের ক্রিকেটে পালাবদলের সূচনা ঘটে। ক্রিকেট বিশ্বের প্রথম সারির দলগুলোকে ওয়ানডে ফরমেটে নাস্তানাবুদ করে। এরপর থেকে একদিনের ক্রিকেটে টাইগাররা অদম্য, দুরন্ত ও দুর্নিবার। ঘরের মাঠে ও বিদেশে নিজেদের প্রতিভার পুরোটা দিয়ে দেশকে করেছে সম্মানিত। সাম্প্রতিক সময়ে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে টাইগারদের সাফল্য চোখ রাঙানি দিচ্ছে। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলকে করেছে বাংলাওয়াশ। মূলত হাথুরুসিংহে-সাকিব রসায়ন, দলে প্রতিভাবান তারুণ্যের প্রাধান্য, পেসারদের দাপট, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের ফলে এমন পরিবর্তনের পেছনে চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। আগামী দিনগুলোতেও এমন চোখ ধাঁধানো ক্রিকেট উপহার দেবেন টাইগাররা সেই প্রত্যাশা রাখছি।

মো. হাছিবুল বাসার

চতুর্থ বর্ষ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

ঢাকা বিশ্ববিদ্যালয়

বৈশ্বিক আসরে আমাদের ভালো করতে হবে

আমরা টি-টোয়োন্টিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকেও সিরিজ হারিয়েছি। সবশেষ ইংল্যান্ডকে বাংলাওয়াশ করা হলো। কিন্তু বিশ্বকাপে আমরা তাদের সঙ্গে ন্যূনতম লড়াইটাও করতে পারি না। সুতরাং আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে যা যা করণীয় সেটা নিয়েই ভাবতে হবে। ঘরের মাঠে এই সিরিজ জেতা আমাদের জন্য এখন ডাল-ভাত। অন্তত আমার কাছে মনে হয় আমরা ঘরের মাঠে তেমনই অপ্রতিরোধ্য, যেমন ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকা তাদের ঘরের মাঠে অপ্রতিরোধ্য। তাই আমাদের টার্গেট এখন বৈশ্বিক আসরগুলোতেও ভালো করতে হবে। যেখানে আমরা চাপটা নিয়ে জয়টা আদায় করে নিতে পারব।

আজহার মাহমুদ

শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্রিকেট অনিশ্চয়তার খেলা

ক্রিকেট হলো অনিশ্চয়তার খেলা! হঠাৎ দমকা হাওয়া, খানিকটা বৃষ্টি, রোদ ঝলমলে আকাশ কিংবা ঘন কুয়াশা বা শিশির, পারিপার্শ্বিক ফ্যাক্টর যেকোনো সময় বদলে দিতে পারে খেলার দৃশ্যপট। আমরা এতটাই ইমোশনাল জাতি যে এই অনিশ্চিত দৃশ্যপট মেনে নিতে পারি না। এক ম্যাচ হারলেই আমরা কে খারাপ খেলল, কার জন্য ম্যাচ হারলাম তা ক্রিকেটীয় জ্ঞান না থাকা সত্বেও বিশ্লেষণ করা শুরু করি। তারপর তাকে নিয়ে ট্রল করা শুরু করি। এ ধরনের মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। খেলাকে খেলার জায়গায় রাখতে হবে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা এটা ভুলে গেলে চলবে না। ক্রিকেটে বাংলাদেশের অদম্য যাত্রা অব্যাহত থাকুক- এমনটাই কাম্য।

হাসান মাহমুদ শুভ

শিক্ষার্থী, এমবিবিএস তৃতীয় বর্ষ

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ

গাজীপুর

ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন জরুরি

ক্রিকেটারদের সফলতা ও আকাশস্পর্শী জনপ্রিয়তা পাশাপাশি নানা সমস্যা জর্জরিত বাংলাদেশের ক্রিকেট। এখনো পর্যাপ্ত পরিমাণে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম ও অ্যাকাডেমি অবকাঠামো গড়ে ওঠেনি। দেশে ১০টি স্টেডিয়াম থাকলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে ঘুরিয়ে-ফিরিয়ে সবগুলো আন্তর্জাতিক ম্যাচ ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এ ছাড়া স্থানীয়, বয়সভিত্তিক ও ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনে মতো স্টেডিয়ামের যথেষ্ট অভাব রয়েছে। অন্যদিকে সরকারি ও ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা মানসম্মত ক্রিকেট অ্যাকাডেমির সংখ্যা হাতেগোনা কয়েকটি। অধিকাংশ অ্যাকাডেমিতে খেলোয়াড় অনুপাতে দক্ষ প্রশিক্ষক, পিচ ও উন্নত ক্রিকেট সরঞ্জাম ঘাটতি রয়েছে। ক্রিকেটের মান উন্নয়ন ও খেলোয়াড় তৈরিতে অ্যাকাডেমি ও স্টেডিয়াম অবকাঠামো উন্নয়ন জরুরি।

মাহফুজুর রহমান

শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ক্রিকেটের উন্নয়নে বিসিবিকে নজর দিতে হবে

বাংলাদেশ ক্রিকেট এখন একটি জাতীয় আবেগ ও উচ্ছ্বাসের জায়গা। বাংলাদেশের ক্রিকেট দলের কোনো ভালো খবর পুরো জাতিকে যেমন উদ্বেলিত করে, তেমনি কোনো খারাপ খবরে মুষড়ে পড়েন দেশের মানুষ। দেশের প্রতিটি ক্রিকেটপ্রেমীর বিশ্বাস ও প্রত্যাশা যে, এক দিন বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জয় করবে। বাংলাদেশের ধারাবাহিক পারফরম্যান্স তা-ই বলে দিচ্ছে। সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধবলধোলাই তার উজ্জ্বল উদাহরণ। এ থেকে বোঝা যাচ্ছে, আমাদের ক্রিকেট দল বিশ্বের যেকোনো দলকে পরাজিত করে সামনে এগিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে। বিসিবিকে অবকাঠামোর উন্নয়ন, পর্যাপ্ত নজরদারি, প্রশিক্ষণের সুযোগ-সুবিধা বৃদ্ধি, ক্রিকেটার তৈরির পাইপলাইন মজবুত এবং ঘরোয়া ক্রিকেটের ওপর অধিক জোর প্রদান করতে হবে। এ ছাড়া উপজেলা, জেলা ও বিভাগপর্যায়ে ক্রিকেটের ব্যাপক বিস্তৃতি ঘটাতে হবে। তাহলেই অনেক প্রতিভাবান ও তরুণ ক্রিকেটার উঠে আসবে। আর বাংলাদেশের ক্রিকেট এক অনন্য ও শক্তিশালী জায়গায় অবস্থান করবে। যার ফলে ক্রিকেটের মাধ্যমে সারা বিশ্বে লাল-সবুজ পতাকার পরিচিতি লাভ হবে।

আজিজুল হক রাহী

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close