সুকান্ত দাস, ইবি

  ২৭ নভেম্বর, ২০২২

ইবিতে ভ্রাতৃদ্বিতীয়া উদযাপন

সনাতন ধর্মে ভাই বোনের মধ্যে চিরন্তন সম্প্রীতির উৎসব হলো ভ্রাতৃদ্বিতীয়া। এই অনুষ্ঠান ভাইফোঁটা নামেও পরিচিত। ভাই বোনের মধ্যকার ভালোবাসার বন্ধনকে চিরকাল অটুট রাখার জন্য বহুকাল ধরে এই উৎসব পালন করা হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিন অর্থাৎ কালী পূজার দুই দিন পর এই উৎসব পালন করা হয়।

কথিত আছে সূর্যদেবের কন্যা যমুনা তার ভাই যম কে এই দিন ফোঁটা দেয় এবং দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করেন। তার প্রার্থনায় যম অমরত্ব লাভ করে। সেই পরম্পরায় এখনো বোনেরা এই শুক্লা দ্বিতীয়া তিথীতে উপবাস করে ভাইদের ফোঁটা দেয় এবং তাদের দীর্ঘায়ু কামনা করে। বোনেরা ভাইকে ফোঁটা দেওয়ার সময় একটি মন্ত্র বলে। তা হলো, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা পেয়ে যম হলো অমর। আমার হাতে ফোঁটা পেয়ে আমার ভাই হোক অমর’। ইসলামী বিশ্ববিদ্যালয়েও বুধবার (২৬ অক্টোবর), সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ভাইফোঁটার আয়োজন করে। সকাল থেকেই বোনেরা ফুল, ধান, দূর্বা, চন্দন, মিষ্টিসহ প্রয়োজনীয় সব জিনিস নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা কক্ষে আসতে শুরু করে। পঞ্জিকা অনুযায়ী তিথী শুরু বিকাল ৩টার পর। এর মধ্যে সবাই প্রার্থনা কক্ষে চলে আসে। এরপর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে মুখরিত ছিল প্রার্থনা কক্ষ। বোনেরা ভাই দের ফোঁটা দেয় এবং তাদের দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করে। ভাইয়েরা বোনদের আশীর্বাদ করে এবং উপহার দেয়।

ভাই বোনের এই পবিত্র সম্পর্ক চিরকাল অটুট থাকুক এটাই প্রার্থনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close