জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ২৭ নভেম্বর, ২০২২

জাবিতে আইকিউএসির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, প্রশিক্ষণ কর্ম দক্ষতা বৃদ্ধি করে। কাজে সাহস ও শক্তি জোগায়। এ জন্য প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। তিনি আরো বলেন, ২০৪১ সালে বর্তমান সরকার কর্তৃক প্রণীত উন্নত দেশ গড়ার রূপকল্প বাস্তবায়নে প্রশিক্ষিত জনবল প্রয়োজন। আইকিউএসি এ লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবে।

এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহবান জানান।

আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম, মো. মামুন প্রমুখ বক্তব্য দেন। কর্মশালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬০ জন কর্মকর্তা ও কর্মচার অংশগ্রহণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close