reporterঅনলাইন ডেস্ক
  ০৫ অক্টোবর, ২০২২

নজরুল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ল্যাবের উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ল্যাবের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের পাঁচ তলায় ল্যাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। ল্যাবে ত্রিশটি আধুনিক মানের কম্পিউটার স্থাপন করা হয়েছে।

ল্যাবের উদ্বোধন করে উপাচার্য বলেন, ‘এরকম একটি আধুনিক কম্পিউটার ল্যাব আমাদের কলা অনুষদভুক্ত বিভাগগুলোর ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারবে, এটি সত্যি আনন্দদায়ক। আমরা জানি স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। ঠিক তেমনি একটি ল্যাব তৈরি করার চেয়ে পরিচালনা করা বেশি কঠিন। আশা করি ল্যাবটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচালিত হবে।’

তিনি আরো বলেন, ‘দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে আমাদের ল্যাব পরিচালনা করতে হবে। আমাদের এই প্রতিজ্ঞাটা নিতে হবে। যদি আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা এই প্রতিজ্ঞাটা নিতে পারে তাহলে আমি প্রতিটি অনুষদে এমন একটি ল্যাব করে দিতে চাই। যদি পরিচালনার ক্ষেত্রে ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু এগুলো কার্যকর হবে না। শিক্ষা ও ছাত্রছাত্রীরা দায়িত্বশীল হলে আমরা প্রতিটা অনুষদে ল্যাব তৈরি করে দেব। এরকম কাজে আমি সবসময় প্রণোদনা দেব, সমর্থন করব।’

কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. শেখ মেহেদী হাসান, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। শিক্ষক সমিতির সভাপতি ড. শেখ সুজন আলী, সাধারণ সম্পাদক ড. তুহিনুর রহমান, প্রকৌশলী মাহবুব হোসেনসহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close