মেহেরাবুল ইসলাম সৌদিপ

  ০৫ অক্টোবর, ২০২২

জবিতে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

দীর্ঘ নয় বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এই প্রথম পন্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখন্ডে এবং পন্ডিত বিষ্ণুদিগম্বর পলুস্কার স্বরণে মেঘ-মল্লার শীর্ষক সংগীতায়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ‘সংগীত বিভাগ’। বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) সকাল ১১টায় সংগীত বিভাগের বিভাগীয় কক্ষে এ আয়োজনটি করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

সংগীত বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. ঝুমুর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রভোস্ট, প্রক্টর, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ও শিক্ষার্থীরা।

আয়োবিষ্ণুদিগম্বর পলুস্কার পণ্ডিত (১৮৭২-১৯৩১) খ্রিষ্টাব্দ ভারতীয় রাগসঙ্গীতের একজন স্বনামধন্য পণ্ডিত এবং নবতর স্বরলিপির উদ্ভাবক এবং পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখন্ডে (১৮৬০-১৯৩৬) ভারতীয় শাস্ত্রীয় সংগীতের একজন প্রথিতযশা পণ্ডিতজন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close