ইমরান

  ২৯ সেপ্টেম্বর, ২০২২

নর্থ হেয়ার ইন্ডাস্ট্রিতে একদিন

মানিক বন্দ্যোপাধ্যায় যেমন তার ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে জেলে-মাঝি জীবনের সূক্ষ্ম ও নিখুঁত জীবনচিত্র তুলে ধরেছেন, তেমনিভাবে সমাজকাঠামো সমন্ধে বাস্তব জ্ঞান অর্জন ও মানব সমাজের বাস্তব জীবনচিত্র সূক্ষ্মভাবে বিশ্লেষণ কিংবা উপস্থাপন করতে, বাস্তব অভিজ্ঞতা অর্জনের বিকল্প নাই । এই মূলমন্ত্র হৃদয়ে লালন করে, সম্প্রতি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের একদল তরুণ শিক্ষার্থী, ‘সমাজের সাথে শিল্পায়নের সম্পর্ক’ শীর্ষক একটি গবেষণা করেন। গবেষণা স্থান হিসেবে নির্ধারণ করা হয় দিনাজপুরের অদূরে অবস্থিত নর্থ হেয়ার ইন্ডাস্ট্রি। ২০১৯ সালে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলেও তাদের অবকাঠামোগত কাজ প্রায় শেষ! চীনা প্রকৌশলী কর্তৃক নির্মিত এই প্রতিষ্ঠানটির সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া দেখা গেছে। ৯.৩১ একর বিস্তৃত জায়গাজুড়ে নির্মিত এই শিল্প প্রতিষ্ঠানটি উত্তরবঙ্গের কর্মক্ষম মানুষের ব্যাপক কর্মসংস্থানের দুয়ার উন্মোচন করবে। বর্তমানে এখানে ৩০০ জন শ্রমিক কর্মরত আছেন। আগামী বছর থেকে তারা হাজার হাজার শ্রমিক নিয়োগ দেবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন। দেশীয় ৩০০ জন শ্রমিকের মধ্যে অধিকাংশই নারী। এখানে ৬ জন নারীসহ মোট ১৫ জন চীনা নাগরিক আছেন এবং অনেকের মাসিক বেতন ১০০০ ডলারের উপরে। সবাই দৈনিক আট ঘণ্টা কাজ করছেন। এখানকার সমস্ত কাঁচামাল বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় এবং তৈরি পণ্য রপ্তানিও করা হয়। দেশের দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বিশেষ অবদান রাখায়, প্রতিষ্ঠানটির কর মওকুফ করেছেন বাংলাদেশ সরকার। শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠানটিতে কাজ করতে পেরে তারা অত্যন্ত সন্তুষ্ট। বেকার সময় নষ্ট না করে তারা এখন মূল্যবান কাজে ব্যয় করছেন এবং মাস শেষে যে টাকা পাচ্ছেন তা দিয়ে ছাগল পালন, ক্ষুদ্র খামার গড়ে তোলার পাশাপাশি বিভিন্নভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। শ্রমিকদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা, মাতৃত্বকালীন ছুটিসহ শ্রমিকবান্ধব ও সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে মালিক-শ্রমিক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেছে নর্থ হেয়ার ইন্ডাস্ট্রি। বাংলাদেশেও মালিক-শ্রমিক দ্বন্দ্বহীন অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, নর্থ হেয়ার ইন্ডাস্ট্রি তার একটা উজ্জ্বল উদাহরণ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close