শান্ত মালো, নিটার

  ২০ সেপ্টেম্বর, ২০২২

নিটার ডিবেটিং সোসাইটির সভাপতি ত্রিজিৎ, সম্পাদক ফারদিন

ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) -এর নিটার ডিবেটিং সোসাইটির ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ত্রিজিৎ তূর্য সভাপতি ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোবাশ্বারা ফারদিন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

নিটার ডিবেটিং সোসাইটির মডারেটর ইঞ্জিনিয়ার অত্র ইন্সটিটিউটের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন বিভাগের প্রভাষক ইঞ্জিনিয়ার রায়হান আহমেদ জয়ের অনুমতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

এক বছর মেয়াদি ২৪ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি নাজিফা তাহসিন, রামিসা লুবাবা, ইশতিয়াক আকাশ। যুগ্ন-সাধারণ সম্পাদক এহসান উল হক, সাংগঠনিক সম্পাদক মুবিন হোসেন, দপ্তর সম্পাদক কামরুল আহসান, প্রচার সম্পাদক জোবায়েদ ইসলাম মুন্সি, ডিবেট ও ওয়ার্কশপ সম্পাদক নাসিবুল হাসান সৈকত, কোষাধ্যক্ষ মুন্সি ইয়ার উদ্দিন বিন কালাম, তথ্য সম্পাদক মেহেদী হাসান নিলয়, মানব সম্পদ সম্পাদক আব্দুল্লাহ আল মজিদ, জন সম্পর্ক সম্পাদক মেহেদী হাসান, সহ-সম্পাদক আনিকা তাবাসুম মোমো, নাজমুক হক পার্থিব, মোহাম্মদ উল্লাহ আবরার, সাজ্জাদ সরকার, আপন কর, সাজ্জাদ হোসেন শান্ত, মাহামুদুল হাসান জিহাদ, নাজমুল হোসেন, নাকিবুল হাসান ও আসিফ খান।

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন নিটারের অধ্যক্ষ। মডারেটরের দায়িত্বে রয়েছেন প্রভাষক ইঞ্জিনিয়ার রায়হান আহমেদ জয়।

নতুন সাধারণ সম্পাদক মোবাশ্বারা ফারদিন বলেন, বিতর্কের মাধ্যমে অন্যের মূল্যবোধকে সম্মান জানানো শেখা যায়। যুক্তির সৌন্দর্যের মাধ্যমে নিজেদের ইন্সটিটিউটের নামও বিতর্ক অঙ্গনে উজ্জ্বল করতে চাই।

সভাপতি ত্রিজিৎ তূর্য বলেন, আমার লক্ষ্য থাকবে ইন্সটিটিউটে মুক্তবুদ্ধি চর্চা এবং বিতর্কচর্চাকে তরান্বিত করা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close