মো. রাকিবুল হাসান, গণ বিশ্ববিদ্যালয়

  ০২ আগস্ট, ২০২২

গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সমাপনী উৎসব

উৎসব মানেই আনন্দ নয়! কিছু উৎসবের শেষাংশে থাকে বিষাদ। সেদিন নীল আকাশে সাদা মেঘের ছড়াছড়ি। আর মাটিতে, সাদা রঙের শাড়ি পরে ছুটছে একদল তরুণী। সঙ্গে আছে তরুণরাও, পরেছে খয়েরি পাঞ্জাবি। ২৬ জুন এমনটাই দেখা গেছে গণ বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়। স্বাভাবিক দিনের মতোই ক্লাসগুলোতে পাঠদান চলছে। কিন্তু ২০৯ নম্বর কক্ষের পটভূমি খানিকটা আলাদা। শিক্ষার্থীরা ক্লাসের দেয়ালে এঁকে দিচ্ছে নিজেদের নাম। প্রাণপ্রিয় শ্রেণিকক্ষটি ব্যানার-ফেসটুন ও রঙিন বেলুনে সাজানো। তাদের একজন মেহেদী জামান বলেন, ‘২০১৮ সালের ১৯ মে এই ক্লাসে প্রথম পা রাখি। ৪ বছর আগের কথা। আজ যার ইতি ঘটছে।’

ওরা বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী। অনার্স জীবনের শেষ বেলার স্মৃতিগুলো স্মরণীয় করে রাখতে শেষবারের মতো আনুষ্ঠানিকভাবে মিলিত হয়। দুপুর ১টায় ছাত্র-শিক্ষক মতবিনিময় সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে। শিক্ষার্থীদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন বিভাগের শিক্ষাদাতারা। পরে ৬ আকৃতির কেক কাঁটা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ও গবির অতিথি অধ্যাপক ড. ইব্রাহিম খলিল বলেন, ‘শিক্ষক একজন ছাত্রের দ্বিতীয় জন্মদাতা। তোমরা ৪ বছর ধরে শিখেছো, এখন সেই শিক্ষা প্রয়োগের সময়।’ এসময় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান সিনিয়র সহকারী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন, সহকারী অধ্যাপক ড. মাহবুবা খাতুন, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সাহা, প্রভাষক এখলাস উদ্দিন দিপু, সহকারী প্রভাষক ইমরান হোসাইন প্রমুখ। ড. ফুয়াদ হোসেন বলেন, ‘সকলের পরণে একই ধরনের পোশাক। এরপর তোমাদের তৈরি হবে নতুন পৃথিবী। তোমাদের প্রজেক্ট ও ইন্টার্নশিপ শেষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

মধ্যাহ্ন ভোজের পর আনন্দ উল্লাসে প্রাণবন্ত হয়ে উঠে শিক্ষাঙ্গন। ধবধবে সাদা টি-শার্টে বাহারি রঙের মার্কারে একে অপরকে লিখে দেয় স্মৃতিকথনের শেষ আচড়! বিশ্ববিদ্যালয়ে ৪ বছর একসাথে কাটানো বন্ধুদের সাথে স্বৃতিময় বাণীগুলো ফুটে উঠে প্রতিটি টি-শার্টে। সন্ধ্যা গড়ানোর আগে রং মাখামাখির মাধ্যমে জমে উঠে ক্যাম্পাস। একাডেমিক ভবন থেকে বের করে শোভাযাত্রা। যা ভবনের আরেকপ্রান্তে গিয়ে শেষ হয়। ৬ষ্ঠ ব্যাচের প্রাচীরপত্র বিভাগে স্থাপনের মধ্য দিয়ে সমাপনী শ্রেণি পাঠদানের ইতি ঘটে তাদের। রওনক জাহান বিথী বলেন, ‘আজ বন্ধুদের সাথে টানা ১০ ঘণ্টা সময় কাটালাম। আমাদের আর ক্লাসে বসা হবে না, জমবে না ক্যাম্পাস আড্ডা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close