মো. মারুফ মজুমদার

  ৩০ জুন, ২০২২

চবি বিএনসিসি নৌ-শাখার নতুন সিইউও

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), নৌ শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩১তম ক্যাডেট আন্ডার অফিসার ও ১২তম লেডি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে নবনিযুক্ত হয়েছেন যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের মো. ইয়েন আহমেদ ও ইসলামিক স্টাডিজ বিভাগের সাদিয়া ফাতেমা মীম। গত ২০ এপ্রিল ২০২২ বিএনসিসি চট্টগ্রাম ফ্লোটিলার তৎকালীন ফ্লোটিলা কমান্ডার (ভারপ্রাপ্ত) ফ্লাইট লেফটেন্যান্ট নাহিদুল ইসলাম, (এক্স), বিএসএফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাডেট আন্ডার অফিসার হিসেবে সিইউও ইয়েন ও সিইউও মীমকে পদোন্নতি দেওয়া হয়। পরবর্তীতে ২১ জুন ২০২২ তারিখে সদর দপ্তর চট্টগ্রাম ফ্লোটিলায় সদ্য সাবেক সিইউওদের দায়িত্ব হস্তান্তর ও নবনিযুক্ত সিইউওদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে নবীন সিইউকে র‌্যাংক ব্যাচ ও সিইউও অ্যাপুলেট পরিধান করান এবং শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম ফ্লোটিলার ফ্লোটিলা কমান্ডার লেফটেন্যান্ট জামিলুর রহমান, (এক্স), বিএন। এ সময় চট্টগ্রাম স্কোয়াড্রনের অফিসার ইন কমান্ড ফ্লাইট লেফটেন্যান্ট নাহিদুল ইসলাম, (এক্স), বিএএফ ও বিএনসিসি নৌ শাখা চট্টগ্রাম ফ্লোটিলার সাবেক ও বর্তমান ক্যাডেটরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত বিএনসিসি নৌ শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক পিইউও ড. এম তৌহিদ হোসেন চৌধুরী স্যারের হাত ধরেই প্রথম পথচলা। পাশাপাশি সাবেক সিইউও ইমরুল হাসান রনি সুযোগ্য নেতৃত্বে এবং বর্তমান পিইউও আহসানুল কবীর পলাশ স্যারের তত্ত্বাবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি নৌ শাখাকে যোগ্যস্থানে নেওয়াকল্পে তার ভূমিকা অনস্বীকার্য। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সরকারি কার্যদিবস, ভর্তি পরীক্ষাসহ, শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণ দানে সদা তৎপর। যার ফলস্বরূপ গত বছর বার্ষিক নৌ উইং ক্যাম্পে চট্টগ্রাম ফ্লোটিলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বর্তমান দুই সিইউও তথা মো. ইয়েন আহমেদ এবং সাদিয়া ফাতেমা মীমের দক্ষ, নেতৃত্বে প্রত্যেক ক্যাডেট যাতে একজন আদর্শ দেশপ্রেমিক, সুযোগ্য নাগরিক এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বর্তমান পিইউও আহসানুল কবীর পলাশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close