গবি প্রতিনিধি

  ২৬ জুন, ২০২২

গণ বিশ্ববিদ্যালয়ে ফল উৎসব

বাংলাদেশের ঋতুচক্রের গ্রীষ্মে সবচেয়ে বেশি ফলের সমারোহ পাওয়া যায়। বিভিন্ন মৌসুমি ফলের সুঘ্রাণে চারপাশ ম ম গন্ধে ভরে যায়। এমন বিভিন্ন প্রজাতির ফল নিয়ে ফল উৎসব পালন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

গত ১৫ জুন দুপুরে গবিসাস কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। এ উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, ড্রাগন, লটকন, আনারস, করমচা, জামরুল, তাল, খেজুর, নাশপাতি, পেয়ারাসহ প্রায় ১৫ প্রজাতির ফলের সমাহার ছিল।

গবিসাসের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ উৎসবে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানরা অংশগ্রহণ করেন। তারা এ আয়োজনের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন। আয়োজক সংগঠনের সভাপতি অনিক আহমেদ বলেন, ‘আজকের উৎসব সবার মাঝে একটা পারিবারিক আবহ ফিরিয়ে এনেছে। বিভিন্ন বিভাগ বা অনুষদে এ ধরনের আয়োজন করা যেতে পারে। তবে দাবি থাকবে, প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতায় বিশাল আকারে এ আয়োজন করা। তাতে সবাই অংশ নিতে পারবে।’

গবি রেজিস্ট্রার কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ বলেন, ‘এটা খুবই সুন্দর আয়োজন। এই উৎসবের মাধ্যমে একসঙ্গে অনেক ধরনের ফলের স্বাদ পাওয়া যায়। নিয়মিত এ ধরনের আয়োজন হওয়া উচিত। আমরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে বড় আকারে এমন আয়োজনের উদ্যোগ নিব।’ উৎসবে গবিসাসের সহসভাপতি মো. রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো. আশিকুর রহমান, উপদেষ্টা মো. রকিবুল ইসলাম অয়নসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close