হুমায়রা আনজুম শ্যামসী

  ২৩ জুন, ২০২২

শুরু হচ্ছে উন্মুক্ত ফুটসাল টুর্নামেন্ট

শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের একঘেয়ে ভাব দূর করার লক্ষ্যে আগামী ৩০ জুন এবং ১ জুলাই রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটির স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রথমবারের মতো ইয়ুথ ফর স্মাইল আয়োজন করেছে উন্মুক্ত ফুটসাল টুর্নামেন্ট। ৩০ জুন বেলা ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং ১ জুলাই সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খেলা চলবে।

ইয়ুথ ফর স্মাইল একটি অলাভজনক সংস্থা। যারা কাজ করে অসহায়, অভাবী এবং সাহায্যপ্রার্থীদের জন্য; এটিই তাদের মূলমন্ত্র ২০২০ থেকে। বিগত দুই বছরে এই আত্মনির্ভর সংস্থাটি তাদের অন্যতম প্রজেক্ট ক্ষুধার মাধ্যমে অভাবী পথশিশুদের মুখে খাবার তুলে দিতে পেরেছে। এই একই উদ্দেশ্য নিয়ে আয়োজন করা হচ্ছে এই ফুটসাল টুর্নামেন্ট। আয়োজক কমিটি এ বিষয়ে বলেছে, উক্ত টুর্নামেন্টের মাধ্যমে তাদের আগামী চারটি প্রজেক্টের জন্য পুঁজি জমা করা হবে। প্রজেক্টগুলো হচ্ছে- ১. প্রজেক্ট ক্ষুধা- যা দ্বারা চাহিদাবঞ্চিতদের আহারের ব্যবস্থা করা হয়। ২. প্রজেক্ট আলো- পথশিশুদের জন্য বিশেষ স্কুলের আয়োজন। ৩. প্রজেক্ট ইয়ুথ স্টার, যা কি না ক্ষুদ্র ব্যবসায়ীদের অনলাইনের মাধ্যমে ব্যবসার অগ্রগতি করার প্রশিক্ষণ ব্যবস্থা। ৪. ইয়ুথ ফর স্মাইল ব্লাড ব্যাংক। এই আয়োজনে পার্টনার হিসেবে রয়েছে Hexa IT Solutions, National Newspaper Olympiad, Colossal Global এবং বই বুক। বিজয়ী দল পাবে ১০,০০০ টাকা পুরস্কার এবং একটি আকর্ষণীয় ট্রফি। রানারসআপ দল পাবে ৭,০০০ টাকা পুরস্কার এবং আকর্ষণীয় ট্রফি। এ ছাড়াও রয়েছে টপ স্করার, ম্যান অব দ্য টুর্নামেন্ট, বেস্ট গোলকিপার, বেস্ট ডিফেন্ডার অ্যাওয়ার্ড। এ ছাড়াও বিজয়ীদের জন্য আছে বই বুক-এর পক্ষ থেকে ৫০% ডিসকাউন্ট গিফট ভাউচার এবং অংশগ্রহণকারীদের জন্য ২৫% ডিসকাউন্ট গিফট ভাউচার। এ ছাড়া রয়েছে আকর্ষণীয় দুটি সেগমেন্ট। ফুটবল জিনিয়াস এবং স্কিল মাস্টার। এই দুটি সেগমেন্ট বিজয়ী পাবে মেডেল, সার্টিফিকেট এবং বিজয়ী পছন্দের দলের ২০২২ বিশ্বকাপের জার্সি। এ ছাড়াও বিজয়ীরা মিডিয়া কভারেজ, পেজ পোস্ট এবং ২০২২ সালে আগামী সব ইভেন্টে ফ্রি এন্ট্রি। রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন ইয়ুথ ফর স্মাইলের ফেসবুক পেইজে অথবা কল করুন ০১৭০১৮৫৮১৭৭ নম্বরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close