মো. মারুফ মজুমদার

  ১৫ মে, ২০২২

বোয়ালখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বনভোজনে

বোয়ালখালীতে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের আধার জ্যৈষ্ঠপুরা পাহাড়। গত শুক্রবার এই অপরূপ স্থানটিতে অনুষ্ঠিত হয় বোয়ালখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকার বনভোজন। দিনব্যাপী এই আনন্দময় আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকায় অধ্যয়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপদেষ্টারা।

তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন- বোয়ালখালীর কৃতী সন্তান মোহাম্মদ গোলাম মোস্তফা (লেকচারার, সরকারি সিটি কলেজ), ইঞ্জিনিয়ার মিল্টন চৌধুরী (অগ্রণী ব্যাংক লিমিটেড), নাজিম উদ্দিন (লেকচারার, মহসিন কলেজ), মাসুদুর জামান মাসুদ (সিনিয়র অফিসার, জনতা ব্যাংক লিমিটেড), আমান উল্লাহ (প্রভেশনারি অফিসার, ইসলামী ব্যাংক লিমিটেড), তৌহিদুল ইসলাম রাকিব (অফিসার, শুকতারা ট্রান্সফোর্ট এজেন্সি), মো. ফজলুল হক (সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট)। দীর্ঘ দুই বছর করোনা পরিস্থিতির কারণে এই মিলনমেলার আয়োজনে ব্যাঘাত ঘটে। সদ্য ঘোষিত কমিটির কাছে তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই মিলনমেলার আয়োজন করা। তাই এই চ্যালেঞ্জ গ্রহণ এবং সবার ঈদের খুশিকে দ্বিগুণ করার উদ্দেশে নতুন কমিটি এই বনভোজনের আয়োজন করে। সকাল থেকে ঢাকা বোয়ালখালীর সব শিক্ষার্থীর পদচারণে খুশিতে মাতোয়ারা ছিল জ্যৈষ্ঠপুরা পাহাড়। এক পাশে নানা ধরনের খেলাধুলা এবং অন্য পাশে রান্নাবান্নার আয়োজনে পরিবেশটা আনন্দময় হয়ে ওঠে। মধ্যাহ্নভোজনের পরে কালচারাল প্রোগ্রাম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সব শেষে পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে এই মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close