ক্যাম্পাস ডেস্ক

  ২৮ জানুয়ারি, ২০২২

জবি রোভারদের শীতবস্ত্র বিতরণ

‘সবার প্রতি আহ্বান, শীতার্তদের পাশে দাঁড়ান’ স্লোগানকে সামনে রেখে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. ইমদাদুল হক এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রোভার সদস্যরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ ছাড়াও রোভার স্কাউটসদের একটি দল শীতবস্ত্র নিয়ে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে বিতরণ করবে। বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার অধ্যাপক আবুল কালাম আজাদ ও ড. আবু লায়েক, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, প্রক্টর ড. মোস্তফা কামাল, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মু. ওমর আলী, রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্য রোভার সদস্যরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close