reporterঅনলাইন ডেস্ক
  ০২ ডিসেম্বর, ২০২১

টিএসসিতে সুভেনিয়র কর্নার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঢাবির প্রকাশনা সংস্থার বিপণন শাখায় চালু হলো ‘সুভেনিয়র কর্নার’। ঢাবির শতবর্ষ পূর্তি ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এটি সংযুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। গত মঙ্গলবার সুভেনিয়র কর্নার উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রকাশনা সংস্থার পরিচালক অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়াসহ টিএসসি পরিচালক ও কর্মকর্তারা। সুভেনিয়র কর্নার থেকে শুভেচ্ছা মূল্যের বিনিময়ে সংগ্রহ করা যাবে ঢাবি শতবর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মগ, কলম, ব্যাগ, প্লেট ইত্যাদি। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close