reporterঅনলাইন ডেস্ক
  ২৫ অক্টোবর, ২০২১

ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনলাইন ইনফরমেটিক্স অলিম্পিয়াড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, বর্তমান বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে তথ্যপ্রযুক্তি। আর এই নেতৃত্বের বড় একটি অংশ হবে আমাদের তরুণ শিক্ষার্থীরা। এটি একটি বড় লড়াই। লড়াইয়ে জয়ী হতে হলে তাদের জ্ঞান ও সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। ইস্টার্ন ইউনিভার্সিটি অনলাইন ইনফরমেটিক্স অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অলিম্পিয়াড শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। তথ্যপ্রযুক্তি বিষয়ে তরুণ শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের এই প্রতিযোগিতায় দেশের ৫২ জেলা থেকে ১২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ইস্টার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ জুম প্ল্যাটফরমে এ অনুষ্ঠান আয়োজন করে। ইনফরমেটিক্স অলিম্পিয়াড অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আমরা এখন চতুর্থ শিল্প-বিপ্লবের যুগে আছি। এই যুগটি রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকনোলজি, ইন্টারনেট অব থিংস, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অব থিংস, পঞ্চম প্রজন্মের অয়্যারলেস প্রযুক্তি, থ্রিডি প্রিন্টিং এবং সম্পূর্ণ স্বশাসিত যানবাহনের ক্ষেত্রে উদীয়মান প্রযুক্তির যুগান্তকারী যুগ হিসেবে চিহ্নিত হবে। আর এখনকার তরুণ শিক্ষার্থীরাই নতুন এই যুগের নেতৃত্ব দেবে। কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে আগ্রহ বাড়িয়ে তুলতে বিশেষ এই আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা দিনভর বিভিন্ন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার উত্তরপত্র যাচাই শেষে বিকালে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপসহ ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্রী নুসরাত তাবাসসুম চ্যাম্পিয়ন এবং বিএএফ শাহীন কলেজের মোহাম্মদ নাফিস প্রথম রানার আপ ও চট্টগ্রামের গভর্নমেন্ট সিটি কলেজের মুনতাসির রহমান দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়। ইনফরমেটিক্স অলিম্পিয়াড অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইসমাইল জবিউল্লাহ এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার আবুল বাশার খান। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। স্বাগত বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মাহফুজ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক সাজেদ ফাতেমী। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close