reporterঅনলাইন ডেস্ক
  ১০ অক্টোবর, ২০২১

সিআইইউতে অটাম সেমিস্টারের অ্যাডমিশন উইক আজ শুরু

বিপুল উৎসাহ এবং নানা আয়োজনের মধ্য দিয়ে আজ রবিবার থেকে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) শুরু হচ্ছে ‘সিআইইউ অ্যাডমিশন উইক, অটাম-২০২১’। নগরের জামাল খান ক্যাম্পাসে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠানচলাকালীন শিক্ষার্থীরা এখানে পাবেন অটাম সেমিস্টারের ভর্তির নানা তথ্য। আরো পাবেন স্পট অ্যাডমিশন, সেমিস্টার ফি ওয়েভার, ফ্যাকাল্টি মিট, ক্যাম্পাস ভিজিট, ক্যারিয়ার আড্ডা, ক্যাম্পাস জব, স্কলারশিপ ও বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা কার্যক্রমের একাধিক তথ্য। কর্তৃপক্ষ জানান, বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব ল’ প্রোগ্রামের অধীনে রয়েছে একাধিক সাবজেক্ট। সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, একটি আইডল বিশ্ববিদ্যালয় হিসেবে সিআইইউকে প্রতিষ্ঠিত করাই আমাদের প্রধান লক্ষ্য। দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে এই শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে যাবে-এমনটা প্রত্যাশা সবার। অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার বলেন, দীর্ঘদিন ধরে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। সিআইইউর অ্যাডমিশন উইক নিয়ে তাই ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা অনেক বেশি উচ্ছ্বসিত। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close