reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০২১

হাবিপ্রবিতে পাট নিয়ে পিএইচডি সেমিনার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেছেন, বাংলাদেশের একটি প্রধান অর্থকরী ফসল পাট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটজাত সামগ্রীর ব্যবহার নিশ্চিতে গুরুত্বারোপ করেছেন। তাই পাট নিয়ে গবেষণা আমাদের আশা জাগায়। গত বুধবার সকালে হাবিপ্রবিতে অনুষ্ঠিত এক পিএইচডি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের তত্ত্বাবধানে ‘স্টাডি অন কেমিক্যাল কম্পোজিশন অব জুট লিভস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাজ হারবাল টি’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন পরীক্ষা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজিম উদ্দিন।

বিভাগের পিএইচডি ফেলো মো. মাহবুব আলির সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. ফাহিমা খানম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. রবিউল হক, প্রফেসর ড. বলরাম রায় (হাবিপ্রবি) ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ।

এ সময় কৃষি ও বিজ্ঞান অনুষদের ডিন, চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close