reporterঅনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর, ২০২১

সিআইইউতে জমে উঠেছে অটামের ভর্তি

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ২০২১ অটাম সেমিস্টারের ভর্তি কার্যক্রম জমে উঠেছে। নগরীর জামালখানে প্রতিদিনই সিআইইউ ক্যাম্পাসে ভিড় করতে থাকেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মুখে মাস্ক আর সামাজিক দূরত্ব মেনে এই সময় তাদেরকে নতুন সেমিস্টারের ভর্তি ফরম সংগ্রহ করতে দেখা যায়। ৮ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইইউ’র জনসংযোগ বিভাগ। সিআইইউ কর্তৃপক্ষ জানান, গত ১ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে অটাম সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সরাসরি ফরম সংগ্রহের পাশাপাশি বাড়িতে বসেও অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন ছাত্রছাত্রীরা। বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব ল প্রোগ্রামের অধীনে চালু রয়েছে একাধিক সাবজেক্ট। সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, ইউজিসির নির্দেশনা মেনে আমাদের শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে। এই করোনাকালীন প্রতিটি শিক্ষার্থীর পাশে আমাদের সহযোগিতা ছিল। আগামিতেও এই ধারা অব্যাহত থাকবে। এদিকে ভর্তি ফরম নিতে পেরে দারুণ উচ্ছ্বসিত নতুন শিক্ষার্থীরা। নগরের পাঁচলাইশ থেকে দুই বন্ধুকে নিয়ে ক্যাম্পাসে এসেছেন আবু সায়েম। তিনি বলেন, বিবিএ পড়তে চাই। তবে আমার মায়ের পছন্দ আইন। একটু দ্বিধায় ভুগছি (হাসি)। হালিশহর-এ ব্লকের বাসিন্দা ফাতেমা তুজ জোহরার পছন্দ অবশ্য ইঞ্জিনিয়ারিং। যদিও তার পরিবার জানিয়েছে ইংরেজিতে ভর্তি হওয়া কি না একটু ভেবে দেখতে। তবে এই শিক্ষার্থী কিছুতেই নাকি কমপিউটার সায়েন্স ছাড়া পড়বেন না-কলম নিয়ে মনোযোগ দিয়ে ফরম পূরণ করার সময় এমনটাই জানালেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close