reporterঅনলাইন ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর, ২০২১

বিসিএসআইআর জবির গবেষণায় সহযোগিতা করবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজে সহযোগিতা করবে বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা শিল্প পরিষদ (বিসিএসআইআর)। এ লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা শিল্প পরিষদের মাঝে সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় ধানমন্ডিতে বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা শিল্প পরিষদ কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা শিল্প পরিবষদ এবং জবির ভৌত ও রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশবিজ্ঞানের শিক্ষক ও গবেষক, শিক্ষার্থীরা গবেষণা প্রকল্প বাস্তবায়ন, প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক তথ্যের আদান-প্রদান, জার্নালের আদান প্রদান, যৌথ উদ্যোগে বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সের আয়োজন, উচ্চতর গবেষণার ক্ষেত্রে গবেষক ও শিক্ষার্থীদের পোস্ট গ্র্যাজুয়েট, এমফিল ও পিএইচডি ডিগ্রির যৌথ তত্ত্বাবধান, উভয় প্রতিষ্ঠানের রিসোর্সপারসন, গবেষক ও শিক্ষার্থীদের সংশ্লিষ্ট অত্যাধুনিক গবেষণাগার ব্যবহার, বিসিএসআইর ও জবির গবেষকদের মাঝে নিয়মিত পরিদর্শন, যৌথ প্রকাশনা ও যৌথ প্রকল্পের মাধ্যমে অর্জিত ফলাফলের পেটেন্ট প্রক্রিয়াকরণ এবং যৌথ উদ্দেশ্য অর্জনে যে কোনো সহযোগিতা লাভ করবেন। চুক্তিতে বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা শিল্প পরিবষদের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ এবং জবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক স্বাক্ষর করেন। এছাড়াও বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা শিল্প পরিষদের পক্ষে সচিব শাহ্ আবুল তারিক ও সংস্থার ঢাকার পরিচালক ড. মো. সারওয়ার জাহান এবং জবির পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ও পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. পরিমল বালা সাক্ষী হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় জবির ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরে আলম আবদুল্লাহসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close