reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুন, ২০২১

বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম অর্থনৈতিক দর্শন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া। বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে কাজ করে গেছেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত হতো।’ গত শনিবার রাতে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ ওয়েবিনারে যোগ দিয়ে এ কথা বলেন বক্তারা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভার্চুয়াল প্ল্যাটফরম জুমে হওয়া এই ওয়েবিনারের আলোচ্য বিষয় ছিল ‘বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন এবং মুজিববর্ষে বাংলাদেশের অর্থনীতি’। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি দেবেন্দ্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ওয়েবিনারে বঙ্গবন্ধুর অর্থনৈতিক দর্শন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, ২০৪১ সালে উন্নত দেশে রূপান্তরিত হতে হলে এর চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আলোচনা করেন ড. রেজাউল।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বর্তমান বাংলাদেশ আর সাহায্য বা ঋণনির্ভর দেশ নয়। শ্রীলঙ্কাকে ঋণ দিয়ে বাংলাদেশ বিশ্বে ঋণদাতা দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। বিগত কয়েক দশকের তুলনায় বর্তমানে দেশ স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সব খাতে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে।

ওয়েবিনারে ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে রপ্তানিচালিত উন্নয়ন কৌশলের ওপর গুরুত্বারোপ, কৃষিতে গণমুখীনীতি প্রণয়ন, শিক্ষাব্যবস্থায় বৈষম্য হ্রাস, ঋণখেলাপি সংস্থার উন্নয়ন, দুর্নীতি মোকাবিলা, সামাজিক সুরক্ষাবেষ্টনী উন্নতকরণ, বেসরকারি খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি, রাজস্ব আহরণের ব্যবস্থা গতিশীল করাসহ বেশকিছু সুপারিশও তুলে ধরা হয়।

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পারভীন সুলতানা হায়দারের সভাপতিত্বে ওয়েবিনারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার, সবুজবাগ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শামিম আরা বেগম, ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন, ঢাকা কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা যুক্ত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close