reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জুন, ২০২১

কুবিতে ‘গবেষণা এবং প্রকাশনা’ শীর্ষক প্রশিক্ষণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত কলা ও মানবিক অনুষদভুক্ত সব বিভাগের শিক্ষকদের নিয়ে ‘গবেষণা এবং প্রকাশনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ১৪ জুন সকালে ভার্চুয়াল মাধ্যমে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও কলা ও মানবিক অনুষদের ডিন ড. এম এম শরীফুল করীম। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালরেয়র ইংরেজি বিভাগের অধ্যাপক ড.

মাশরুর শহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব। প্রধান অতিথি উপাচার্য তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণ, পরিশ্রম ও সততার কোনো বিকল্প নেই আর গবেষণা হচ্ছে শিক্ষকের আনন্দ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টির জায়গা, সুন্দর পদ্ধতিতে জ্ঞান আহরণে এই সেমিনারগুলো খুবই প্রয়োজন। এই প্রশিক্ষণ কর্মশালায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে কর্মশালার বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণা উন্নয়নে আপনারা সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী। আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে কলা ও মানবিক অনুষদভুক্ত সব বিভাগের শিক্ষক অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close