reporterঅনলাইন ডেস্ক
  ০৮ এপ্রিল, ২০২১

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে শিশুদের জন্য এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ প্রতিযোগিতায় করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সাভারের আশুলিয়া ও বিরুলিয়া এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে ১৫ টি স্কুলের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুটি গ্রুপে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক গ্রুপ ও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত খ গ্রুপ। ক গ্রুপ থেকে সিকদার স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং খ গ্রুপ থেকে গোল্ডেন চাইল্ড হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোসা. সুমাইয়া আক্তার প্রথম স্থান অধিকার করে। দুটি গ্রুপ থেকেই তিনজন করে শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সাধারণ পুরস্কার দেয়া হয়। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহকারী অধ্যাপক হাবিবা আক্তার পাপিয়া। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close