reporterঅনলাইন ডেস্ক
  ০৬ এপ্রিল, ২০২১

গণ বিশ্ববিদ্যলয়

মুক্তিযুদ্ধের বিষয়ে আলোচনা সভা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ট্রাস্টি এবং উন্নয়ন ও তদারকি কমিটির সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাহিনী’ শীর্ষক প্রবন্ধ নিয়ে গণ বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদ এবং প্রবন্ধের ওপর মূল আলোচক ছিলেন রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহমান চৌধুরী।

মূল আলোচক ড. রাহমান চৌধুরী বলেন, স্বাধনীতার ৫০ বছর পূর্তিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর এ লেখা অবশ্যই একটি সাহসী পদক্ষেপ। ডা. জাফরুল্লাহ চৌধুরীর এ লেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নতুন করে ভাবনার খোরাক জোগাবে। এ বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে বর্তমান প্রজন্ম নতুন করে মুক্তিযুদ্ধকে জানার সুযোগ পাবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ এ দেশের মানুষের বহু আকাক্সক্ষার, বহু ত্যাগ-তিতিক্ষার ফসল। কাজেই মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। পরে বিশ^বিদ্যালয়ের সংগীত পরিচালক, বীর মুক্তিযোদ্ধা এনায়েত এম ওলাজিন্নাহসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা মুক্ত আলোচনায় অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close