reporterঅনলাইন ডেস্ক
  ০৬ এপ্রিল, ২০২১

‘বঙ্গবন্ধু জনগণকে সংঘবদ্ধ করে স্বাধীনতার ডাক দেন’

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসিকতা, বলিষ্ঠ নেতৃত্ব ও ঐতিহাসিক ভাষণ আমাদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে এনে দিয়েছে। সোমবার (২৯ মার্চ) বিকালে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আইএসইউ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আবদুল আউয়াল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান। আতিকুর রহমান বলেন, স্বাধীন দেশে বসবাস করা এক ধরনের মানসিক প্রশান্তি। যাদের রক্ত ও ত্যাগের বিনিময় এ দেশ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। উপাচার্য প্রফেসর ড. আবদুল আউয়াল খান বলেন, জনগণকে সংঘবদ্ধ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার নেতৃত্বের কারণেই আপামর জনসাধারণের হৃদয়ের নেতা হয়ে উঠেছিলেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইএসইউর রেজিস্ট্রার প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ টি এম কাদের নেওয়াজ এবং মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে আহমেদ আলম। এতে বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close