reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মার্চ, ২০২১

ইইউবিতে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) নবনিযুক্ত শিক্ষকদের অ্যাকাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়। এরই অংশ হিসেবে গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দুদিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়ে ৪ মার্চ পর্যন্ত চলে। প্রশিক্ষক হিসেবে অংশ নেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মকবুল আহমেদ খান, রেজিস্ট্রার আ ফ ম গোলাম হোসেন, প্রক্টর ড. কাজী বজলুর রহমান, ট্রেজারার মো. মোশারফ হোসাইন সরকার, সিএসই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ওবাইদুর রহমান, কো-অর্ডিনেশন ম্যানেজার নাসিমা আক্তার, মো. মোস্তাফিজুর রহমান, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের ডেপুটি ডাইরেক্টর মাহমুদুল হাসান চৌধুরী। আমন্ত্রিত অতিথি প্রশিক্ষক হিসেবে ছিলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। বক্তব্য দেন ব্যবসায় অনুষদ বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা আলম। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ভূমিকা বিষয়ে অবহিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মকবুল আহমেদ খান। এ ছাড়া রেজিস্ট্রার আ ফ ম গোলাম হোসেন প্রশাসনিক নিয়মনীতি সম্পর্কে শিক্ষকদের জানান। বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, অবস্থান ও নিয়মনীতি সম্পর্কে বলেন প্রক্টর ড. কাজী বজলুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close