reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মার্চ, ২০২১

জবি ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর প্রভোস্ট নিয়োগ পেয়েছেন অনুজিব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগম এবং হাউস টিউটর (আবাসিক শিক্ষক) নিয়োগ পেয়েছেন আধুনিক ভাষা ইনস্টিউটের সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সই করা পৃথক দুই অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। জবি জনসংযোগ শাখা এ তথ্য জানায়।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনুজিব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগমকে দুই বছরের জন্য বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিযুক্ত করা হলো। আধুনিক ভাষা ইনস্টিউটের সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকারকে দুই বছরের জন্য হাউস টিউটর (আবাসিক শিক্ষক) হিসেবে নিয়োগ দেওয়া হলো। তারা দুজনেই ৪ মার্চ থেকে পরবর্তী দুই বছরের জন্য এ দায়িত্বে কার্যকর থাকবেন। তারা বিধি মোতাবেক ভাতাদি ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন বলেও জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close